1. Design & Illustration
  2. Graphic Design

সেরা ডিজাইন ওয়েব: মার্চ ২০১৭

Scroll to top
Read Time: 6 min

() translation by (you can also view the original English article)

 ডিজাইন ওয়েবের সেরা সংস্করনে স্বাগতম, যেখানে বিগত মাসের কিছু  সেরা ডিজাইন টিউটরিয়াল রাখা হয়েছে! ওয়েব জুড়ে নতুন এবং আকর্ষনীয় কিছু প্রজেক্ট সম্পাদনা করুন, এবং আপনার প্রিয় প্রজেক্ট সম্পর্কে কমেন্টের মাধ্যমে আমাদের জানান।

ওয়েব জুড়ে ১০ টি দারুণ টিউটোরিয়াল।

  • Vector Burger in Adobe Illustrator

    অ্যাডবি ইলাস্ট্রেটরেএকটি ভেক্টর বার্গারের কার্টুন তৈরী করার পদ্ধতি।

    এই টিউটোরিয়ালে ইলাস্ট্রেটর আলেকজান্দ্রা ওনিকা দেখাবেন, ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে  একটি মজাদার বার্গারের ইলাস্ট্রেশন করা যায়। সহজ কিছু পদ্ধতিতে শিখুন কিভাবে সম্পূর্ন ডিজাইন রং করার আগে প্রাথমিক লাইনগুলো রং করতে হয়।

    টিউটোরিয়ালটি দেখুন।

  • Realistic Wood Textures Using Photoshop Tools

    কিভাবে ফটোশপ টুল  দিয়ে বাস্তবধর্মী কাঠের গঠনবিন্যাস তৈরী করবেন 

    এই টিউটোরিয়ালে আমাদের অতি পরিচিত জেনি লি দেখাবেন কিভাবে একদম শুরু থেকে দারুণ সব কাঠের বিন্যাস তৈরী করতে হয়। শিখুন কিভাবে ফটোশপের অনন্য ফিল্টারগুলো কোনো প্রজেক্টের জন্য বাস্তবিক কাঠের বিন্যাস তৈরীতে ব্যবহার করা যায়।

    টিউটোরিয়াল  দেখুন

  • School Bus Illustration in Adobe Illustrator

    অ্যাডবী ইলাস্ট্রেটর ব্যবহার করে  কিভাবে  একটি স্কুলবাসের  ইলাস্ট্রেশন করা যায়

    প্রশিক্ষক বাও নুয়েনের সাথে চলুন মজাদার এই স্কুলবাস ইলাস্ট্রেশন  তৈরীর যাত্রায়। শিখুন কিভাবে ইলাস্ট্রেটরে ফাস্ট টুলগুলো ব্যবহার করে কিছু সাধারণ  আকার ও মাত্রার সাহায্যে বাসটি তৈরী করা যায়।

    টিউটোরিয়াল দেখুন

  • Realistic Chalk Lettering Effect

    কিভাবে বাস্তবধর্মী চক লেটারিং ইফেক্ট  তৈরী করা যায়।

    চক আর্ট পছন্দ?এই টিউটরিয়ালে,এক্সপার্ট ক্রিস স্পুনার দেখাবেন কিভাবে অ্যাডবী ইলাস্ট্রেটরে দারুন সব চক লেটারিং তৈরী করা যায়। বাস্তবধর্মী চক ইফেক্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার আগে শিখুন কিভাবে প্রাথমিক মুদ্রন পরিকল্পনা করা যায়। 

    টিউটোরিয়াল দেখুন

  • Beautiful Portrait in Adobe Photoshop

    অ্যাডবী ফোটোশপে একটি সুন্দর ও নমনীয় প্রতিকৃতি ডিজিটালি রং করুন।

    এমা লিওনার্দের দারুন টিপস থেকে অনুপ্রাণিত একটি অসাধারণ পোট্রেট তৈরি করুন! এই টিউটোরিয়ালে এমা আমাদের দেখাবেন কীভাবে ফটোশপে একটি পোট্রেট তৈরি করতে গেলে রং ব্যবহারের আগে একটি পেন্সিল ড্রয়িং দিয়ে শুরু করতে হয়। 

    টিউটোরিয়াল দেখুন

  • Mixed Inks with Adobe InDesign

    অ্যাডবী ইনডিজাইনে মিশ্র রং তৈরি করুন 

    প্রশিক্ষক জো গালিভারের কাছে শিখুন দারুন সব ইনডিজাইন টিপস! এই টিউটোরিয়ালে,জো দেখাবেন কিভাবে অ্যাডবি ইনডিজাইনের সাহায্যে নতুন রং এর নমুনা এবং গ্রুপ তৈরি করা যায়।

    টিউটোরিয়াল দেখুন

  • 7 Steps to Great Character Design

    ভিডিও টিউটোরিয়াল: একটি দারুন চরিত্র ডিজাইনের ৭ টি ধাপ 

    ডিজনি শিল্পী অ্যারন ব্লেইস দেখাবেন আপনাদের প্রিয় কিছু ক্ল্যাসিক ডিজনি মুভিতে চরিত্র ডিজাইনের পেছনে তার অসাধারণ প্রক্রিয়াসমূহ। আপনার সৃষ্ট চরিত্রগুলোর জন্য গল্প তৈরি করার প্রয়োজনীয়তা জানুন একইসাথে শিখুন কিভাবে অ্যাডবি ফটোশপে সেগুলো আঁকা যায়।

    টিউটোরিয়াল দেখুন 

  • Pans Labyrinth-Style Monster

    কিভাবে একটি প্যানস ল্যাবিরিন্থ ধরনের মনস্টার আঁকবেন 

    এই টিউটোরিয়ালে,জানা হেডার্সডর্ফ দেখাবেন ভৌতিক মুভি গিলের্মো দেল তো্রো থেকে অনুপ্রাণিত একটি  বায়ুমণ্ডলীয় ,মিক্সড মিডিয়া চিত্র তৈরির পদ্ধতি।তার পদ্ধতি অনুকরণ করুন এবং একটি বাড়তি  ভিডিওর সাহায্যে এর অন্তর্গত বিষয়গুলো দেখুন।

    টিউটোরিয়াল দেখুন

  • Double Exposure Effect in Photoshop

    ফটোশপে কিভাবে একটি ডাবল এক্সপোজার তৈরী করবেন

    অ্যাডবী ক্রিয়েটিভ ক্লাউডের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে শিখুন কিভাবে একটি কেতাদুরস্ত ডাবল এক্সপোজার ইফেক্ট তৈরি করা যায়। এই চটপট ভিডিওটি থেকে শিখুন,কিভাবে বিভিন্ন ধরনের ফটোশপ টুল ব্যবহার করে দুটি ছবির সংমিশ্রণ ঘটানো যায়।

    টিউটোরিয়াল দেখুন

  • Neon Nightclub Music Poster in Photoshop CC

    ফটোশপ সিসিতে কিভাবে একটি নৈশক্লাবের নিয়ন মিউজিক পোস্টার তৈরি করবেন 

    এই ঝটপটে ভিডিওটিতে প্রশিক্ষক নাথানিয়েল ডডসন আপনাদের দেখাবেন কিভাবে ফটোশপে একটি চমৎকার নিয়ন মিউজিক পোস্টার তৈরি করা যায়।শিখুন কিভাবে চূড়ান্ত ডিজাইন সম্পূর্ন করার আগে প্রাথমিক জ্যামিতিক উপাদানগুলো তৈরি করবেন।

    টিউটোরিয়াল দেখুন

এনভাটো টুটস+ ডিজাইন এবং ইলাস্ট্রেশন থেকে সেরা ১৫ টি টিউটোরিয়াল

আমাদের বিশেষজ্ঞরা এ মাসে আপনাদের জন্য দারুন কিছু টিউটোরিয়াল তৈরী করেছেন! ডিজাইন এবং ইলাস্ট্রেশন সেকশনের  ১৫ টি সবচেয়ে ব্যবহৃত,পরীক্ষিত এবং শেয়ারকৃত টিউটোরিয়াল আপনাদের জন্য এনভাটো টুটস+ এ দেয়া হয়েছে।

এর সাথে দেখুন এনভাটো টুটস+ কমিউনিটি চ্যালেঞ্জ:ক্রিয়েটেড বাই ইউ এর সর্বশেষ এন্ট্রিগুলো,যেখানে আমাদের  মেধাবী দলটির অসাধারণ উদ্যোগগুলো উদযাপন করা হচ্ছে।

১০ টি প্রিমিয়াম ডিজাইনের উপাদান

চলে যাওয়ার আগে গ্রাফিকরিভার এবং এনভাটো এলিমেন্টস থেকে দারুন সব ডিজাইনের উপাদানগুলো নিতে ভুলবেন না উন্নত মানের ডিজাইনের জন্য ব্রাউজ করুন তাদের অসাধারণ সব ফোটোশপ প্রক্রিয়া,ভেকটর এলিমেন্ট এবং অন্যান্য সংগ্রহ।এছাড়াও আমাদের পছন্দের আরো কিছু নিচে দেখতে পাবেন!

মিক্সআর্ট - স্কেচ পেইন্টিং ফোটোশপ প্রক্রিয়া

এনভাটো মার্কেটের সর্বোচ্চ বিক্রীত ফোটোশপ প্রক্রিয়ার একটি  ডাউনলোড করুন!এই দারুন প্রক্রিয়াটি আপনাকে অল্প কিছু সহজ ক্লিকের সাহায্যে একটি অসাধারণ স্কেচ ইফেক্ট তৈরি করতে সাহায্য করবে। এই ইফেক্টিভ ফোটোশপ প্রক্রিয়াটির সাহায্যে কাজের প্রবাহ সহজ করুন এবং অগনিত সময় সংরক্ষণ করুন।

MixArt - Sketch Painting Photoshop Action MixArt - Sketch Painting Photoshop Action MixArt - Sketch Painting Photoshop Action

অ্যানিমেটেড রেট্রো ভিন্টেজ ফিল্ম - ফোটোশপ প্রক্রিয়াতে

পুরোনো সিনেমা পছন্দ? তাহলেে এই ফোটোশপ প্রক্রিয়াটি আপনার ভালো লাগবেই !এই প্রক্রিয়াটি আপনাকে আপনার ছবি বা ভিডিওতে অ্যানিমেটেড ভিন্টেজ ইফেক্ট ধরনের একটি ভিডিও সিকোয়েন্স প্রয়োগ করার উপায় শেখাবে। সহজ ও অক্ষতিকর উপায়ে সম্পাদনা করতে ২৪ টি চমৎকার রং থেকে বাছাই করুন।

Animated Retro Vintage Film - Photoshop ActionsAnimated Retro Vintage Film - Photoshop ActionsAnimated Retro Vintage Film - Photoshop Actions

রেট্রো ভিন্টেজ টেক্সট ইফেক্টসমূহ

গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে রেট্রো ইফেক্টগুলো সবসময়ই প্রধানত জনপ্রিয় থাকবে। এবং এই দারুন প্যাকেজটিতে,আপনি পাচ্ছেন ১০ টি অভূতপূর্ব লেয়ার স্টাইল যা সম্পূর্ন সম্পাদনার যোগ্য।এই ফোটোশপ প্যাকেজের সাহায্যে তৈরি করুন দারুন সব রেট্রো ইন্সপায়ারড হেডার এবং আরো অনেক কিছু।

Retro Vintage Text EffectsRetro Vintage Text EffectsRetro Vintage Text Effects

স্টিচড লেদার ধরনের উৎপাদক

স্টিচড লেদার জেনারেটরের সাহায্যে আপনি সহজেই সুন্দর ও রিয়েলিস্টিক স্টিচড লেদার ডিজাইন তৈরি করতে পারেন। এই প্যাকেজে আনলিমিটেড কালার অপশন, ইন্টার‍্যাকটিভ ডায়লগ দিয়ে কালার সিলেকশনের অপশন ও স্মার্ট অবজেক্টস সহজেই এডিট করার মত কিছু চমৎকার সুবিধা রয়েছে।

Stitched Leather Generator Stitched Leather Generator Stitched Leather Generator

৮। টাইলেবল পেপার টেক্সচারের ফোটোশপ প্যাটার্নগুলো

আপনার পরবর্তী প্রজেক্টের জন্য একটি পেপার টেক্সচার দরকার?তাহলে আটটি টাইলেবল পেপার টেক্সচারের এই প্যাকেজটি উপভোগ করতে পারেন। এই ডাউনলোডটিতে বাছাইযোগ্য ১৬ টি আলাদা ধরণের প্যাটার্নযুক্ত একটি প্যাটার্ন ফাইল রয়েছে।বিস্ময়কর সব ফলাফলের জন্য দুইটি ভিন্ন রিসোলিউশন আকারের এই দারুন টেক্সচারটি পরীক্ষা করে দেখুন।

8 Tileable Paper Texture Photoshop Patterns8 Tileable Paper Texture Photoshop Patterns8 Tileable Paper Texture Photoshop Patterns

গ্যালাক্সি ব্যাকগ্রাউন্ড

 আপনার ডিজাইনটি আরো ঝকঝকে করে তুলুন এই গ্যালাক্সি ব্যাকগ্রাউন্ড সেটের সাহায্যে।চমৎকার ওয়ালপেপার,ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড বা ইত্যাদির জন্য আটটি অনন্য গ্যালাক্সি ব্যাকগ্রাউন্ড যুক্ত এই প্যাকটি আপনার সৃষ্টিশীল কাজের প্রয়োজনে একদম আদর্শ।

Galaxy BackgroundsGalaxy BackgroundsGalaxy Backgrounds

মৌলিক ১০০১ টেক্সট ইফেক্ট সমূহ

 ১০০১ টেক্সট ইফেক্টের এই মৌলিক প্যাকটির সাহায্যে আপনার ডিজাইন উপকরন সমৃদ্ধ করুন। স্ট্যাম্প ইফেক্ট থেকে গোল্ড ফয়েলিং এবং আরো নানারকম ইফেক্টের বিন্যাস দেখে আপনি ভাববেন এই প্যাকটি আগে কেন ডাউনলোড করেননি!উপভোগ করুন ১০০১ টেক্সট এবং লোগো ইফেক্ট সবকিছু একসাথে একটি সুবিধাজনক ফাইলে।

The Ultimate 1001 Text EffectsThe Ultimate 1001 Text EffectsThe Ultimate 1001 Text Effects

ফ্ল্যাট ক্রিয়েটিভ ওয়ার্কস্পেস টুলগুলো

ভেক্টর ওয়ার্কস্পেস ডিজাইনগুলো হিরো ইমেজ, সোশ্যাল মিডিয়া প্রোফাইল এবং আরো অনেক কিছু জিনিষের ক্ষেত্রে অসাধারণ কাজ করে। এবং এই দারুন সেটটির সাহায্যে আপনি পাচ্ছেন ছয়টি আলাদা বিন্যাসের সুবিধা, আপনার ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ডটির জন্য। এই ১০০% ভেক্টর গ্রাফিক্সের সাহায্যে আপনার বিন্যাসগুলো কাস্টোমাইজ করুন,যা সম্পূর্ণভাবে সম্পাদনার যোগ্যও বটে।

Flat Creative Workspace ToolsFlat Creative Workspace ToolsFlat Creative Workspace Tools

এস্ট্রোনট সিগনেচার টাইপফেইস

এই শৌখিন সিগনেচার টাইপফেইসটি ব্যবহার করে আপনার ডিজাইনকে নিয়ে যান একটি ভিন্ন আঙ্গিকে।এধরনের মার্জিত স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করে আপনার ডিজাইনটিকে একটি অকৃত্রিম ও হাতে লেখা অনুভব দিন। এই চমৎকার ফন্ট দিয়ে উন্নত করুন  আপনার ডিজাইন,যা স্টেশনারি এবং লোগো ডিজাইনের জন্য অসাধারণ।

Astronout Signature Typeface Astronout Signature Typeface Astronout Signature Typeface

ব্রেভ টাইপফেইস 

কিছুটা সাহস অনুভব হচ্ছে?এই অনিন্দ্য টাইপফেইস টির সাথে একটি নতুন ডিজাইন তৈরির এডভেঞ্চারে নেমে পরুন। একটি আধুনিক ডিজাইন চোখে পড়তে বাধ্য,তাই আধুনিক এবং শৈল্পিক ইফেক্টের জন্য এই ফন্টটি সংক্ষিপ্ত লাইনে ডিজাইন করা হয়েছে।এই ডাউনলোডে অন্তর্ভুক্ত ৩১৭ এর বেশি গ্লিফ এবং ফরেইন ক্যারেকটার উপভোগ করুন।

Brave Typeface Brave Typeface Brave Typeface
Advertisement
Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Design & Illustration tutorials. Never miss out on learning about the next big thing.
One subscription. Unlimited Downloads.
Get unlimited downloads