৬০ সেকেন্ডে ইলাস্ট্রেটরঃ কিভাবে একটি ফোন আইকন তৈরি করতে হয়?
Bengali (বাংলা) translation by Zakaria Hossain (you can also view the original English article)
আমাদের ৬০ সেকেন্ডে ইলাস্ট্রেটর সিরিজে স্বাগতম, যেখানে তুমি মাত্র ১ মিনিটেই ইলাস্ট্রেটরে নতুন দক্ষতা, ফিচার অথবা টেকনিক শিখতে পারবে!
৬০ সেকেন্ডে ইলাস্ট্রেটরঃ কিভাবে একটি ফোন আইকন তৈরি করতে হয়?
আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো তুমি নিজের ফোন আইকন তৈরি করতে পারো কেবল কয়েকটি টুলস এবং শেইপ ব্যাবহার করে যেগুলো তুমি কাজের জন্যে প্রতিদিন ব্যাবহার করো।

কিভাবে একটি ফোন আইকন তৈরি করতে হয়
১ম ধাপ
১২৮x১২৮ পিক্সেলের একটি আর্টবোর্ড দিয়ে একটি ওয়েব ডকুমেন্ট তৈরি করে শুরু করো, যেটা আমরা ২ টি লেয়ারে ভাগ করে ব্যাবহার করবো। প্রথম লেয়ারটি সিলেক্ট করো, এবং একটি হলুদ রঙের ১২০x১২০ পিক্সেলের বৃত্ত আঁক।



২য় ধাপ
এরপরে এটিকে মাঝামাঝি এলাইন করুন, এবং এটার লেয়ারটি লক করে দিন। ফোনের আসল শেইপ আঁক একটি ৪৮x৮৪ পিক্সেল সাইজের এবং ৬ পিক্সেল ব্যাসার্ধের কোণের একটি রাউন্ডেড রেক্টাঙ্গেল আঁকার মাধ্যমে, যা আমরা আর্টবোর্ডের ঠিক মাঝে রাখবো।



ধাপ ৩
রেক্ট্যাঙ্গেল টুল ব্যাবহার করে একটি ৪০x৫৮ পিক্সেল সাইজের একটি শেইপ এঁকে ডিসপ্লে বসাও, যেখানে আমরা হলুদ রঙ ব্যবহার করবো এবং এরপরে এটিকে ফোনের বডির সাথে মাঝামাঝি এলাইন করবো, তারপরে আমরা এটিকে সামান্য উপরে তুলে দিবো। হলুদ রঙ ব্যাবহার করে নিচের বাটন তৈরি করো, যার সাইজ ৮x৮ পিক্সেল হবে, এবং এটিকে উলম্বভাবে ফোনের মাঝামাঝি স্থাপন করো।
১২x২ পিক্সেল মাপের একটি গোলাকার রেক্ট্যাঙ্গেল নাও যার কর্নারগুলো ১ পিক্সেল ব্যাসার্ধে থাকবে। বডি এর উপরের অংশে মাঝামাঝি এলাইন করে ফোনের ইয়ারপিস হিসেবে দাও, এবং শেষ করো।



আরেকটু বর্ণনা
এডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আরো শিখো এনভাটো টাটস+ এ।
৬০ সেকেন্ডে ইলাস্ট্রেটরঃ কিভাবে একটি ক্যালেন্ডার আঈকোণ তৈরি কোড়টে হয়?
কিভাবে এডোবি ইলাস্ট্রেটরে আইকন স্কেল (ছোট-বড়) করতে হয়?
কিভাবে এডোবি ইলাস্ট্রেটর ব্যাবহার করে পিক্সেল পারফেক্ট আর্টওয়ার্ক তৈরি করতে হয়
৬০ সেকেন্ড!
এটি এনভাটো টাটস+ এর ছোট ভিডিও টিউটোরিয়ালগুলোর একটি সিরিজ যাতে আমরা বিভিন্ন বিষয় দেখাই ৬০ সেকেন্ডে- তোমার শেখার আগ্রহকে মেটানোর জন্যে যথেষ্ট। তোমার মতামত কমেন্টে আমাদের জানাও এবং আর কি কি দেখতে চাও ৬০ সেকেন্ডে তা জানাতে ভুলোনা!
