অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে যেভাবে তৈরি করবেন "Share the Love" আইকন প্যাক
Bengali (বাংলা) translation by Bint Salim (you can also view the original English article)



যেহেতু এই সপ্তাহের সব কিছুই ভালবাসা সম্পর্কে, তাই আমরা এই বিষয়ের উপর ভিত্তি করেই তৈরি করব "Share the Love" আইকন প্যাক যা তোমাকে এই ডিজিটাল যুগে নতুনভাবে অনুভুতির প্রকাশ ঘটাতে সহায়তা করবে।
আমরা সর্ব মোট তিনটি আইকন তৈরি করতে যাচ্ছি। এজন্য আমরা কিছু প্রাথমিক জ্যামিতিক শেইপ ও কিছু প্রাথমিক টুলস ব্যবহার করব, যা সম্ভবত তুমি প্রায় প্রতিদিনই ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার থাকো।
তো চলো, সময় নষ্ট না করে এক কাপ মিষ্টি কফির সাথে সাথে আমরা শুরু করে দেই।
ওহো, আরেকটা কথা ভুলে যাওয়ার আগে মনে করিয়ে দেই। তুমি এই প্রজেক্টটি সর্বদাই গ্রাফিক রিভার থেকে অনুপ্রেরণা নিয়ে আরও সম্প্রসারিত করতে পারো । এখানে তুমি এমন অনেক প্রেম সম্পর্কিত আইকন পাবে।
১। যেভাবে একটি নতুন ডকুমেন্ট সেট আপ করতে হবে
আমি এ ব্যপারে নিশ্চিত যে, তোমার এডবি ইলাস্ট্রেটর আছে এবং তুমি তা ইতিমধ্যেই তোমার ব্যাকগ্রাঊন্ডে চালু করে রেখেছো। এখন, এটাকে সামনে নিয়ে আসো এবং নিচের সেটিংস মেনে একটি নতুন ডকুমেন্ট(File > New অথবা Control-N) সেট আপ করোঃ
- Number of Artboards: 1
- Width: 800 px
- Height: 600 px
- Units: Pixels
এবং Advanced ট্যাব থেকেঃ
- Color Mode: RGB
- Raster Effects: Screen (72ppi)
- Preview Mode: Default



দ্রুত নির্দেশনাঃ তোমরা কেউ কেউ হয়তো খেয়াল করেছো যে, Align New Objects to Pixel Grid অপশনটি বাদ পড়েছে। কারণ, আমি সফটওয়্যারটির নতুন সংস্করন CC 2017 ব্যবহার করছি, যেখানে ইলাস্ট্রেটর শেপ স্ন্যাপের মাধ্যমে পিক্সেল গ্রিড প্রদর্শন করে থাকে।
২। কাস্টম গ্রিড সেট আপ করবে যেভাবে
যেহেতু, আমরা পিক্সেল-পারফেক্ট আইকন তৈরি করছি, তাই আমরা একটি ছোট ও সুন্দর গ্রিড সিস্টেম সেট আপ করব, যাতে আমাদের আইকনের আকৃতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে—তবে এটা কেবল পুরনো সংস্করণের জন্যই প্রযোজ্য।
প্রথম ধাপ
Edit > Preferences > Guides & Grid সাবমেনুতে যাও এবং নিচের সেটিংস অনুযায়ী সাজিয়ে নাওঃ
- Gridline every: 1 px
- Subdivisions: 1



দ্রুত নির্দেশনাঃ তুমি অবশ্য গ্রিড সম্পর্কে আরও গভিরভাবে জানতে চাইলে নিচের আর্টিকেলটি পড়তে পারো how Illustrator’s Grid System works
২য় ধাপ
কাস্টম গ্রিড সেট আপ করার পর আমাদের নিশ্চিত হতে হবে যে, যখনই আমরা Snap to Grid অপশন চালু করছি, তখনই আমাদের শেপগুলো বিভক্ত ভাবে প্রদর্শিত হচ্ছে, যা View মেনুর নিচে পাওয়া যাবে। এটি নির্দিষ্ট শেপকে Snap to Pixel এ রুপান্তরিত করবে যখনই তুমি Pixel Preview মোডে প্রবেশ করবে।
এখন, তুমি যদি "পিক্সেল পারফেক্ট ওয়ার্ক ফ্লো" এর সাথে সম্পূর্ণই অপরিচিত হয়ে থাকো, তাহলে আমি তোমাকে how to create pixel-perfect artwork টিউটোরিয়ালটি দেখার জন্য সুপারিশ করছি। এর মাধ্যমে খুব সহজেই এ সম্পর্কে তোমার কারিগরি দক্ষতা বৃদ্ধি পাবে।
৩। যেভাবে Layers সেটআপ করবে
নতুন ডকুমেন্ট তৈরি করার সাথে সাথে আমাদের প্রজেক্টটিকে বেশ কিছু লেয়ার বা স্তরে সাজিয়ে প্রয়োজন। এভাবে আমরা যেকোনো একটি আইকনের উপর মনোযোগ নিবদ্ধ রেখে আমাদের কর্ম প্রবাহ বজায় রাখতে পারবো।
যাই হোক, Layers প্যানেলটি খুলো ও সর্বমোট চারটি লেয়ার তৈরি করো, যেগুলোকে আমরা নিন্মবর্ণিত নামে নামকরণ করতে পারিঃ
- layer 1: reference grids
- layer 2: phone sharing
- layer 3: email sharing
- layer 4: im sharing



৪। যেভাবে তৈরি করবে Reference Grids
রেফারেন্স গ্রিড (বা বেস গ্রিড) হচ্ছে এমন এক সেট অবিকল জ্যামিতিক চৌকোণা পৃষ্ঠতল, যা আমাদের আকার ও ঘনত্বের উপর মনোযোগ নিবদ্ধ করে আইকন নির্মাণ করতে সাহায্য করবে।
সাধারনতঃ গ্রিডের সাইজই আইকনের সাইজ নির্ধারণ করে থাকে। যখন তুমি কোনও প্রজেক্ট শুরু করেন তখন থেকেই আইকনের সাইজ কেমন হবে তা ঠিক করে নিতে পারো। তবে গ্রিডের সাইজ যত ছোট রেখে আইকন বানানো যায়, ততই ভালো।
এখন, আমাদের এই প্রজেক্টে আমরা শুধুমাত্র একটি সাইজের উপর ভিত্তি করে আইকন প্যাক তৈরী করছি, আর তা হচ্ছে 128 x 128 px, এবং নিঃসন্দেহে এটিই সবচেয়ে বড় সাইজ।
১ম ধাপ
এখন শুধুমাত্র reference grid layer ছাড়া বাকি সবগুলো লেয়ার লক করে ফেলো ও Rectangle Tool (M) টুল নিয়ে একটি 128 x 128 px কমলা (#F15A24
) চতুর্ভুজ তৈরি করো। এটিই আমাদের আইকনের পূর্ণ সাইজ নির্ণয় করতে সহায়তা করবে।



দ্বিতীয় ধাপ
এবার প্রথমটি থেকে কিছুটা ছোট আরেকটি 120 x 120 px (#FFFFFF
) মাপের চতুর্ভুজ তৈরি করো যেটা হবে আমাদের অঙ্কনের মূল ক্ষেত্র, একই সাথে এটি আমাদের প্রথম চতুর্ভুজ থেকে 4 px পর্যন্ত মার্জিন বা পাড় দিচ্ছে।



তৃতীয় ধাপ
এবার দুইটি চতুর্ভুজকে রেফারেন্স গ্রিডের সাথে ঊলম্ব ও আনুভূমিক ভাবে সমান্তরাল করে গ্রুপ তৈরি করে নাও। এজন্য Control-G কীবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারো। এবার আরও দুটি কপি তৈরি করো ও প্রতিটির মাঝে 40 px দূরত্ব রেখে স্থাপন করো। সবগুলোকে একসাথে সিলেক্ট করে গ্রুপ তৈরি করে নাও এবং নিশ্চিত হও, এগুলো যেন Artboard এর ঠিক মধ্যখানে থাকে।
হয়ে গেলে বর্তমান লেয়ারটি লক করে পরবর্তী লেয়ারে যাও। এবার আমরা আমাদের প্রথম আইকন তৈরি করবো।



৫। যেভাবে তৈরি করবে ফোন শেয়ারিং আইকন
ডকুমেন্টটির সবকিছু সেট আপ করা হলে, এবার চলো আমরা প্রজেক্টটি শুরু করি। প্রথমেই দেখে নাও যে, আমরা সঠিক লেয়ারে আছি কিনা। এখানে বলা প্রয়োজন যে, এটি হবে দ্বিতীয় লেয়ারটি। এবার প্রথম রেফারেন্স গ্রিডের উপর জুম করে নাও, যাতে আমরা খুব ভালো করে আইকনগুলোর শেইপ বা আকৃতি দেখতে পারি।
প্রথম ধাপ
এবার চলো বাম পাশের ফোনটি তৈরী করতে শুরু করি। এজন্য একটি 56 x 94 px ঈষৎ গোলাকার চতুর্ভুজ তৈরি করি যার কর্নার রেডিয়াস 8 px হবে এবং যার রঙ হবে #C4CEE8
। এবার এটাকে ড্রয়িং এরিয়ার বামে নিচের দিকে সরিয়ে আনি এবং 4 px গ্যাপ যেন থাকে তা নিশ্চিত হই।



দ্বিতীয় ধাপ
এইমাত্র তৈরি করা শেপের একটি আউটলাইন তৈরি করো। এজন্য নতুন একটি কপি তৈরি করো (Control-C) দিয়ে এবং তা বর্তমান শেপের উপর পেস্ট করো (Control-F) ও ভরাটের পরিবর্তে আঊটলাইন সিলেক্ট করো। এখন এর রঙ পরিবর্তন করে #2B3249
এটিকে 8 px পুরু করে নাও।
করা হয়ে গেলে, দুটি শেপ একত্রে সিলেক্ট করে Control-G দিয়ে গ্রুপ তৈরি করে নাও।



তৃতীয় ধাপ
এবার ফোনের ডিসপ্লে তৈরি করতে 32 x 58 px চতুর্ভুজ তৈরি করি, যার রঙ হবে #8195C1
এবং তারপর সমান্তরালভাবে দুটি শেপকে এক করে গ্রুপ তৈরি করে নাও। লক্ষ্য রাখো যে, উপর থেকে দ্বিতীয় শেইপটির দূরত্ব যেন 12 px হয় ও এর ভিতরের অংশটি ঊল্লিখিত রঙ দ্বারা পূর্ণ থাকে।



চতুর্থ ধাপ
এবার Stroke মেথড অনুসরণ করে ডিসপ্লেতেও 8 px মোটা আউটলাইন তৈরি করি যার রঙ হবে (#2B3249
), এবার দুটি শেপ একসঙ্গে সিলেক্ট করে (Control-G) দিয়ে গ্রুপ করে নাও।



পঞ্চম ধাপ
এবার ফোনের নীচের গোল বাটনটি 8 x 8 px সার্কেল দিয়ে তৈরি করো যার রঙ হবে #2B3249
এবং এটিকে ঠিক মাঝখানে নিয়ে আসো।



ষষ্ঠ ধাপ
এবার Pixel Preview মোড চালু করো এবং Pen Tool (P) ব্যবহার করে উপরের স্পিকার ইউনিটটি আঁকো, 12 px প্রশস্ত ও 4 px মোটা Stroke দিয়ে যার শেষ প্রান্তটি গোলাকার হবে ও যার রঙ হবে #2B3249
। এটিকে দৃশ্যমান ফোনের উপরে মাঝ বরাবর নিয়ে আসো।



সপ্তম ধাপ
এবার ফোনের উপরের পাওয়ার বাটন তৈরী করো, 12 x 4 px মাপের চতুর্ভুজ দিয়ে, যার রঙ হবে #2B3249
এবং তা ফোনের বহিরাবরণের উপর স্থাপন করো, লক্ষ্য রাখো যেন তা এক্টিভ ড্রয়িং এরিয়ার বাম পাশ থেকে 12 px দূরত্বে স্থাপিত হয়।



অষ্টম ধাপ
Transform প্যানেলের Rectangle Properties থেকে এইমাত্র তৈরি করা শেইপটির উপরের কর্নার রেডিয়াস 2 px সিলেক্ট করো ও (Control-G) দিয়ে পুরো শেইপটির একটি গ্রুপ তৈরি করে নাও।



নবম ধাপ
(Control-C > Control-F) চেপে দ্বিতীয় ফোনটির আরেকটি কপি তৈরি করো, এবং এই কপিটি আমরা অনুভূমিকভাবে এবং উল্লম্বভাবে ঘুরিয়ে বর্তমান ফোন শেইপের ঠিক উল্টোদিকে স্থাপন করবো (right click > Transform > Reflect > Horizontal / Vertical)। এবং এক্টিভ ড্রয়িং এরিয়ার বামদিকে উপর দিকে লাগিয়ে সমান্তরালভাবে স্থাপন করবো।



দশম ধাপ
এবার আমরা একটি ছোট্ট একটি হৃদয় তৈরি করতে শুরু করি 20 x 20 px সার্কেল তৈরির মাধ্যমে যার রঙ হবে #ED664C
এবং তারপর এটিকে বাম পাশের ফোন ডিসপ্লের উপর স্থাপন করি। এর দূরত্ব হবে উপর থেকে 9 px ও বাম পাশ থেকে 6 px।



একাদশ ধাপ
আরও দুটি 20 x 20 px সার্কেল তৈরি করি যার রঙ হবে (#ED664C
), এবং এটিকে ডান দিকে একটার উপর আরেকটি শেপ অধিক্রমণ করে রাখি। প্রথম শেপ থেকে দ্বিতীয় শেপটি 4 px দূরত্বে স্থাপিত হবে, তাহলে এটি অন্য দুটি সারফেসকে 8 px দূরে স্থাপন করবে।



দ্বাদশ ধাপ
এই তিনটি সার্কেল তৈরি হলে এই সার্কেল গুলোকে একত্রিত করে Pathfinder এর Unite Shape Mode এর মাধ্যমে একত্র করে নাও।



ত্রয়োদশ ধাপ
তৈরিকৃত শেইপটিকে একত্রিকরনের সময় দুই পাশের অ্যাংকর পয়েন্ট Delete Anchor Point Tool (-) ব্যবহার করে মুছে ফেলো।



চতুর্দশ ধাপ
তৈরিকৃত নতুন শেইপটির অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে ঠিকভাবে এডজাস্ট করে নিতে থাকো, যাতে শেইপটির প্রতি ধারে সুন্দরভাবে ঢেউ খেলানো থাকে। তৈরি হয়ে গেলে 8 px পুরু আঊটলাইন তৈরি করো যার রঙ হবে (#2B3249
) এবং একই সাথে সংযোগস্থল গুলো গোলাকার হবে, এবার উভয় শেইপকে সিলেক্ট করে গ্রুপ তৈরি করে নাও।



পঞ্চদশ ধাপ
এখন যেহেতু আমরা এই হৃদয়াকৃতিটাকে শুধুমাত্র ফোন ডিসপ্লের মধ্যখানে রাখতে চাচ্ছি, তাই এখন আমরা বাড়তি অংশটাকে 24 x 50 px চতুর্ভুজ দিয়ে ঢেকে ফেলি। এখন, আমরা হৃদয়াকৃতি ও হলুদ চতুর্ভুজ ঊভয়টাকে একত্রে সিলেক্ট করে মাউসের ডান বাটন চেপে ক্লিপিং মাস্ক তৈরি করি। এবার বাম পাশের ফোন ও ক্লিপিং মাস্ক দিয়ে তৈরিকৃত শেইপটি একত্রে নিয়ে Control-G দিয়ে গ্রুপ তৈরি করি।



ষোড়শ ধাপ
এবার এই আইকন তৈরির কাজ শেষ করে অর্ধেক হৃদয় আকৃতির আরেকটি কপি তৈরি করো যা ডান দিকের ফোন ডিসপ্লেতে একই সমান্তরালে উলম্বভাবে স্থাপিত হবে। এজন্য (right click > Transform > Reflect > Vertical) এই ফাংশনটি ব্যবহার করতে হবে।
ঠিকভাবে স্থাপিত হলে এবার (Control-G) চেপে পুরো ফোনের একটি গ্রুপ তৈরি করে নাও। একইভাবে অন্য ফোনটির ক্ষেত্রেও এই নীতি অনুসরণ করো। এবার দুটি ফোন একত্র করে সম্পূর্ণ একটি আইকন তৈরি করে গ্রুপ করে নাও।



৬। যেভাবে তৈরি করবে ইমেইল শেয়ারিং আইকন
ধারণা করি, এবার নিশ্চয়ই তুমি পরের লেয়ারে চলে গেছো ( এটা হবে তৃতীয় লেয়ার), এবার দ্বিতীয় রেফারেন্স গ্রিডের মধ্যে জুম করে বড় করে নাও ও কাজ শুরু করো।
প্রথম ধাপ
এবার খামের মূল কাঠামো তৈরি করতে শুরু করো 96 x 64 px চতুর্ভুজ তৈরি করে যার রঙ হবে #ED664C
এবং নীচের এক্টিভ ড্রয়িং এরিয়ার সাহায্যে তা কাঠামোটির মধ্যখানে নিয়ে আসো ও নীচ থেকে 4 px দূরত্বে স্থাপন করো।



দ্বিতীয় ধাপ
এইমাত্র তৈরি করা চতুর্ভুজের নিন্মাংশ 8 px গোলাকার করে নাও। এই সেটিংস টি আমরা Transform প্যানেলের Rectangle Properties এ খুঁজে পাবো।



তৃতীয় ধাপ
এবার Stroke মেথড ব্যবহার করে তৈরি করা আকৃতিটির 8 px মোটা আউটলাইন তৈরি করো যার রঙ হবে (#2B3249
), এবং একই সাথে এর Corner বা ধারটি Round Join বা গোলাকার করে নাও এবং আকৃতি দুটোকে সিলেক্ট করে (Control-G) দিয়ে গ্রুপ তৈরি করে নাও।



চতুর্থ ধাপ
এবার খামটির উপরিভাগ 96 x 64 px চতুর্ভুজের মাধ্যমে তৈরি করে নাও, যার রঙ হবে #BF402E
এবং তারপর এটিকে উপর থেকে মাঝ বরাবর সমান্তরালভাবে স্থাপন করে নাও, যাতে এর নিচের দিকের অর্ধাংশ দৃশ্যমান চতুর্ভুজের অর্ধেক ঢেকে রাখে।



পঞ্চম ধাপ
এবার নতুন তৈরিকৃত শেইপটির প্রত্যেক প্রান্তে নতুন অ্যাংকর পয়েন্ট যোগ করার মাধ্যমে আয়তকার হীরক আকৃতি দিতে হবে। এজন্য Add Anchor Point Tool (+) ব্যবহার করতে পারো। এবার, চতুর্ভুজের অন্য কর্নারগুলো Delete Anchor Point Tool (-) মাধ্যমে মুছে দিতে হবে। (রেফারেন্স ইমেজের মধ্যেই দেখানো হয়েছে যে কিভাবে এটা করতে হবে)।



ষষ্ঠ ধাপ
এবার এই আয়তকার শেইপটিকে 8 px মোটা আউটলাইন দাও, যার রঙ হবে (#2B3249
)। এবার, Stroke এর সেটিংস থেকে কর্নার গুলোকে Round Join হিসেবে সেট আপ করো এবং এই উভয় শেইপকেই (Control-G) দিয়ে গ্রুপ তৈরি করে নাও।



সপ্তম ধাপ
এবার Pen Tool (P) সিলেক্ট করো ও খামের দুই পাশের তির্যক লাইন দুটো 8 px মোটা Stroke লাইন দিয়ে তৈরি করে নাও যার কালার হবে (#2B3249
), একই সাথে মাথার অংশটি যেন Round Cap হয়।



অষ্টম ধাপ
এবার খামের মূল কাঠামোটি 64 x 80 px গোলাকার চতুর্ভুজ দিয়ে তৈরি করো যার 8 px Corner Radius হবে ও যার রঙ হবে #F4E9E9
এবং তারপর আমরা এই কাঠামোটিকে এক্টিভ ড্রয়িং এরিয়ার ঠিক মাঝখানে নিয়ে যাবো, উপর থেকে যার দূরত্ব 4 px হবে।



নবম ধাপ
এইমাত্র তৈরি করা শেইপটির 8 px পুরু আউটলাইন তৈরি করো যার রঙ হবে (#2B3249
), তারপর উভয় শেইপ সিলেক্ট করে Control-G শর্টকাট কী দিয়ে গ্রুপ তৈরি করো।



দশম ধাপ
এবার দ্রুত পূর্বের লেয়ারটি আনলক করি ও (Control-C) দিয়ে হৃদয় আকৃতির একটি কপি তৈরি করি ও (Control-F) চেপে বর্তমান লেয়ারের উপর আরেকটি পেস্ট করে নেই। এবার খামের উপর এটিকে একেবারে মাঝ বরাবর নিয়ে আসি এবং দৃশ্যমান ক্ষেত্র থেকে 8 px দূরত্বে এটিকে স্থাপন করি।
তারপর সম্পূর্ণ করা হয়ে গেলে উভয় শেইপকে একত্র করে Control-G কীবোর্ড শর্টকাট কী চেপে একীভূত করে নেই।



একাদশ ধাপ
এবার উভয় শেপকে নিয়ে (Control-C) চেপে গ্রুপ তৈরি করি, যা হচ্ছে খামের উপরের অংশ এবং এটিকে (Control-F) চেপে সামনের দিকে পেস্ট করে নেই। এবার এর উপরের শেপের অ্যাঙ্কর পয়েন্টটিকে মুছে দেই ও সম্পূর্ণ পাথটিকে এর প্রশস্ততা অনুযায়ী একীভূত করে দেই।



দ্বাদশ ধাপ
এখন, আমরা এই মাস্কগুলো একটি আরেকটির উপর ডাবল ক্লিক করে বিচ্ছিন্ন করে নিতে পারি, এবং তারপর এর এক কপি একটির উপর আরেকটি রেখে খামটির পকেট আউটলাইন মাস্ক তৈরি করে নিতে হবে।
করা হয়ে গেলে, এবার মাস্কড শেপ ও খামের উপরের সেকশন একত্র করে (Control-G) চেপে গ্রুপ তৈরি করে নাও যাতে তাঁরা একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন না হয়।



ত্রয়োদশ ধাপ
এবার পুনরায় Pen Tool (P) সিলেক্ট করি এবং 4 px মোটা Stroke তৈরি করি যার রঙ হবে (#2B3249
), এবার তীরটির সামনের Cap অংশ আঁকি, এবং নিশ্চিত করি যে এর ধার বা Corner যেনো গোলাকার বা Round হয়।
কিছু সময় নিয়ে তৈরি করুন এবং করা হয়ে গেলে, দুটি শেইপই Control-G শর্টকাট কী চেপে একসাথে করে নিন।



চতুর্দশ ধাপ
তীরের পিছন দিকটি 28 px দীর্ঘ ও 4 px মোটা Stroke (#2B3249
) দিয়ে এঁকে নিই যা আমরা ড্রয়িং এরিয়ার বাম দিকে ও পত্রের আউটলাইন বরাবর স্থাপন করবো।



পঞ্চদশ ধাপ
এবার তীরের পিছন দিকের পালকটি আঁকার জন্য 12 x 12 px এর একটি বর্গ আঁকি যার রঙ হবে #EAA74E
। এবার তীরের পিছন দিকে এটিকে সমান্তরাল করে নেই, লক্ষ্য রাখি এটি যেন এক্টিভ ড্রয়িং এরিয়ার বাম দিক থেকে 2 px দূরত্বে থাকে।



ষোড়শ ধাপ
এইমাত্র তৈরি করা শেইপটির মধ্যভাগের দুইদিক থেকে Add Anchor Point Tool (A) দিয়ে একই সমান্তরালে দুটি অ্যাংকর পয়েন্ট বা বিন্দু তৈরি করো, এবার এই দুটি বিন্দু সিলেক্ট করে বাকি অংশকে ডানদিকে 6 px দূরত্বে ঠেলে দাও। এজন্য, Move টুল থেকে নীচের সেটিংস নির্বাচন করো, (right click > Transform > Move > Horizontal > 6 px).



সপ্তদশ ধাপ
এবার তৈরিকৃত শেইপটিকে 4 px মোটা আউটলাইন (#2B3249
) ও Round Join দিয়ে আইকনটি সম্পূর্ণ করো ও সবগুলো আকৃতিকে (Control-G) দিয়ে গ্রুপ তৈরি করো ও পালক আকৃতিটিকে তীরদণ্ডটির পেছনে স্থাপন করো। এজন্য নির্দিষ্ট আকৃতিটিকে সিলেক্ট করে তারপর (right click > Transform > Arrange > Send to Back) এ ক্লিক করতে হবে।
সম্পূর্ণ করা হয়ে গেলে পুরো আইকনটির সবগুলো অংশ একত্র করে গ্রুপ করে নিতে ভুলবে না যেন। এজন্য Control-G কী-বোর্ড শর্টকাট ব্যবহার করতে পারো।



৭। যেভাবে তৈরি করবে আইএম শেয়ারিং আইকন
এবার আমরা আমাদের তৃতীয় ও সর্বশেষ আইকনটি তৈরি করতে যাচ্ছি। ধরে নিই, তুমি ইতিমধ্যেই সর্বশেষ লেয়ারটিতে চলে গেছেন।এবার নির্দিষ্ট রেফারেন্স গ্রিডের অংশটি জুম করো এবং চলো শুরু করা যাক।
প্রথম ধাপ
এবার টেক্সট বক্সের মূল অংশটি তৈরি করতে 88 x 68 px একটি চতুর্ভুজ তৈরি করো, যার রঙ হবে #C2A6DD
। এবং তারপর এটাকে এক্টিভ ড্রয়িং এড়িয়ার উপরের বামদিকের কর্নার ঘেঁষে স্থাপন করো। লক্ষ্য রাখো, এটি যেন কমলা ড্রয়িং এরিয়ার আঊটলাইন থেকে 4 px দূরত্বে থাকে।



দ্বিতীয় ধাপ
এইমাত্র তৈরি করা শেইপটির ঊপরের ও ডানদিকের নীচের কর্নারটি 8 px পর্যন্ত Radius বা গোলাকার করে নাও। এজন্য Transform প্যানেল থেকে Rectangle Properties নির্বাচন করো ও নির্দিষ্ট সেটিংস পরিবর্তন করো।



তৃতীয় ধাপ
এবার (Alt-Control-Y) কী চেপে Pixel Preview Mode চালু করো। তারপর Add Anchor Point Tool (+) দিয়ে টেক্সট বক্সের নীচের বামদিকে 20 px দূরত্বে একটি নতুন অ্যাঙ্কর পয়েণ্ট যোগ করো।



চতুর্থ ধাপ
এবার Direct Selection Tool (A) দিয়ে বাম দিকের নীচের অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করো, ও এটাকে Move টুল দিয়ে 16 px নীচের দিকে ঠেলে দাও, এজন্য শর্টকাট সেটিং (right click > Transform > Move > Vertical > 16 px) ব্যবহার করা যেতে পারে।



পঞ্চম ধাপ
তৈরিকৃত শেইপটিকে এবার 8 px মোটা আউটলাইন (#2B3249
) ও Round Join দাও, এরপর দুটোকেই একসাথে সিলেক্ট করে Control-G কী বোর্ড শর্টকাটের মাধ্যমে গ্রুপ তৈরি করে নাও।



ষষ্ঠ ধাপ
এবার পূর্বের কোন আইকন থেকে (Control-C) চেপে ছোট্ট একটি হৃদয় আকৃতির কপি তৈরি করে নাও ও (Control-F) চেপে বর্তমান লেয়ারের ঊপর পেস্ট করে নাও ও টেক্সট বক্সের একেবারে মাঝ বরাবর এটিকে নিয়ে আসো।



সপ্তম ধাপ
এবার ছোট্ট তিনটি ডট তৈরি করতে 6 x 6 px এই মাপের তিনটি বৃত্ত তৈরি করে নাও ও এগুলোকে পরস্পর 2 px দূরত্বে রাখো, এবং এগুলোর রঙ হবে #2B3249
। (Control-G) চেপে গ্রুপ তৈরি করে নাও ও টেক্সট বক্সের নীচের ডানদিকে স্থাপন করো। লক্ষ্য রাখুন, এই বৃত্তগুলোর চারদিকে যেন 4 px পর্যন্ত ফাঁকা জায়গা থাকে।
করা হয়ে গেলে, সবগুলো শেইপকে একত্রে সিলেক্ট করে Control-G কীবোর্ড শর্টকাট কী চেপে গ্রুপ তৈরি করে নাও।



অষ্টম ধাপ
বাম দিকের টেক্সট বক্সের ভরাট ও আঊটলাইনের একটি নতুন কপি তৈরি করো (Control-C > Control-F) ও তা বর্তমান ড্রয়িং এরিয়ার ডান পাশের নীচের দিকে নিয়ে আসো ও সমান্তরালভাবে ঘুরিয়ে নিন, এজন্য (right click > Transform > Reflect > Horizontal) এই সেটিংস ব্যবহার করতে পারো। মাঝের অংশটির রঙ হবে #9F88BA



নবম ধাপ
(Alt-Control-Y) কী একসঙ্গে চেপে Pixel Preview মোড চালু করে নিন এবং 18 px দীর্ঘ ও 4 px মোটা Stroke এর (#2B3249
) মাধ্যমে একটি টেক্সট লাইন আঁকো। 4 px দূরত্বে একইভাবে 34 px দীর্ঘ ও 4 px মোটা আরও একটি টেক্সট লাইন আঁকো। এবার (Control-G) চেপে দুটো শেইপকেই গ্রুপ করে নিন ও টেক্সট বক্সের নীচের বামদিক থেকে 8 px দূরত্বে স্থাপন করুন।



দশম ধাপ
এবার ডানদিকের টেক্সট বক্সের তৈরিকৃত সব শেইপগুলোকে একত্রে সিলেক্ট করে (Control-G) দিয়ে গ্রুপ তৈরি করে নাও ও (right click > Arrange > Send to Back) দিয়ে ডান পাশের টেক্সট বক্সের পিছনে পাঠিয়ে দাও।
ওহ, এবং আইকনটির সবগুলো শেইপ একত্র করে গ্রুপ তৈরি করে নিতে ভুলো না যেন, কারণ তুমি নিশ্চয় এদেরকে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পছন্দ করবে না।



পুনশ্চ!
এখন নিশ্চয়ই তোমার পছন্দের কাঊকে ভালবাসার বার্তা পৌঁছে দিতে একটি সুন্দর ও ছোট্ট আইকন প্যাক হাতের নাগালেই পেয়ে গেলে। আশা করি, তুমি প্রতিটা ধাপই সুন্দরভাবে অনুসরন করেছো এবং মজা পেয়েছো, যেমনটি আমি পেয়েছি। ধন্যবাদ।



