1. Design & Illustration
  2. Icon Design

কিভাবে এডোবি ইলাস্ট্রেটরে ইন্সটাগ্রাম এর মত করে একটি গ্রেডিয়েন্ট আইকন তৈরি করতে হয়

Scroll to top
Read Time: 2 min

() translation by (you can also view the original English article)

Final product imageFinal product imageFinal product image
What You'll Be Creating

তোমার লোগোটিকে রিব্র্যান্ড করো "এডোবি ইলাস্ট্রেটর এ একটি গ্রেডিয়েন্ট আইকন তৈরি করো" এই ছোট টিউটোরিয়ালটির স্টাইলে আমরা আমাদের আইকন ডিজাইনটি একেবারে শুরু থেকে তৈরি করবো দ্রুত এবং সাধারণ শেইপের সাহায্যে এবং আমাদের ডিজাইন সম্পন্ন করতে গ্রেডিয়েন্ট এবং ইফেক্ট আমরা Appearence প্যানেল থেকে দিবো।

অথবা তুমি এনভাটো মারর্কেট এর পূর্বে বানানো আইকন ব্যাবহার করতে পারো। স্টক আইকন ব্যাবহার করো কিংবা অনুসরণ করে নিজেরটা তৈরি করো, নষ্ট করার মতো আর সময় নাই! চল শুরু করে দিই!

১। আইকনের লাইন আর্ট বানাও

১ম ধাপ

রেক্ট্যাঙ্গেল টুল (M) ব্যাবহার করে একটি আয়ত একে নাও। লাইভ কর্নারগুলোকে টেনে একটু ভেতর দিকে নাও যাতে সামান্য গোলাকার হয় আয়তটির কোণগুলো।

Create a quick rounded rectangleCreate a quick rounded rectangleCreate a quick rounded rectangle

২য় ধাপ

পেন টুল (P) ব্যাবহার করে উপরের বাঁ কোণ থেকে ডান কোণে  একটি V শেইপ আঁক। ডাইরেক্ট সিলেকশন টুল (A) দিয়ে এই লাইনটি সিলেক্ট করো এবং কোণটির লাইভ কর্নারটিকে রেখার চতুর্ভুজের মতো উপরের দিকে টেনে আনো।

Create the envelops rounded flapCreate the envelops rounded flapCreate the envelops rounded flap

৩য় ধাপ

ডিজাইনটির উপরের অর্ধেকের দিকে নিচের কোণগুলো থেকে দুটি লাইন সেগমেন্ট আঁক। Group (Control-G) দিয়ে তোমারর আইকনটিকে সংযুক্ত করো এবং স্ট্রোককে স্ট্রোক প্যানেলের মাধ্যমে ১৬ পিটি  অথবা এরকম ওয়েইট দাও, বৃত্তাকার Caps (Rounded Caps) এবং বৃত্তাকার কোণ (Rounded Corners) সহ।

আমাদের দ্রুত এবং সহজ খাম আইকনটি সম্পূর্ণ হলো! এর এটিকে অভিনব করা যাক।

Complete your envelop iconComplete your envelop iconComplete your envelop icon

৪র্থ ধাপ

রেক্টেঙ্গেল টুলের সাহায্যে খামটির চারদিকে একটি বর্গ আঁক। এলাইন প্যানেলের  সাহায্যে খামটির গ্রুপ এবং বর্গটিকে মাঝে এলাইন করো। বর্গক্ষেত্রের চারকোণে লাইভ কর্নারগুলো ভেতরদিকে টেনে নাও যাতে বর্গটি কিছুটা গোলাকার হয়। 

Draw a rectangle around your envelope to create the icon baseDraw a rectangle around your envelope to create the icon baseDraw a rectangle around your envelope to create the icon base

২। গ্রেডিয়েন্ট তৈরি করো

১ম ধাপ

বৃত্তাকার বর্গক্ষেত্রে একটি গ্রেডিয়েন্ট যোগ করো। গ্রেডিয়েন্ট প্যানেলে, রংগুলি হলুদ (#f9ed32) এবং গোলাপী (#ee2a7b) তে সেট করো।

Add a gradient to the squareAdd a gradient to the squareAdd a gradient to the square

২য় ধাপ

গ্রেডিয়েন্টে একটি উজ্জ্বল ভায়োলেট ছায়া (#002aff) যুক্ত করো। গোলাপি রঙকে গ্রেডিয়েন্টের কেন্দ্রের দিকে নিয়ে আসো।

Push the pink closer to the middle of the gradientPush the pink closer to the middle of the gradientPush the pink closer to the middle of the gradient

৩য় ধাপ

গ্রেডিয়েন্ট টাইপ টিকে রেডিয়াল গ্রেডিয়েন্ট এ পরিবর্তন করে নাও। গ্রেডিয়েন্ট টুল (G) এর সাহায্যে ব্যাসার্ধ আকৃতি এবং কোণকে সমন্বয় কর। আমার গ্রেডিয়েন্ট কোণ 49.2 ° তে সেট করা সাথে তার এসপেক্ট রেশিও (Aspect Ratio) 81.2%

Adjust the gradients radius and aspect ratioAdjust the gradients radius and aspect ratioAdjust the gradients radius and aspect ratio

সাবাশ! তুমি পুরোটা শেষ করেছো!

আইকন ডিজাইনটি সম্পূর্ণ করতে খামে আইকনটির স্ট্রোক রং সাদা করুন। আর কি কি মজার এবং সহজ আইকন তুমি এই স্টাইলে তৈরি করতে পারবে? নীচের মন্তব্য অংশে তোমার তৈরি আইকন শেয়ার করো!

The final icon resultThe final icon resultThe final icon result
Advertisement
Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Design & Illustration tutorials. Never miss out on learning about the next big thing.
One subscription. Unlimited Downloads.
Get unlimited downloads