কিভাবে এডোবি ইলাস্ট্রেটরে ইন্সটাগ্রাম এর মত করে একটি গ্রেডিয়েন্ট আইকন তৈরি করতে হয়
() translation by (you can also view the original English article)



তোমার লোগোটিকে রিব্র্যান্ড করো "এডোবি ইলাস্ট্রেটর এ একটি গ্রেডিয়েন্ট আইকন তৈরি করো" এই ছোট টিউটোরিয়ালটির স্টাইলে আমরা আমাদের আইকন ডিজাইনটি একেবারে শুরু থেকে তৈরি করবো দ্রুত এবং সাধারণ শেইপের সাহায্যে এবং আমাদের ডিজাইন সম্পন্ন করতে গ্রেডিয়েন্ট এবং ইফেক্ট আমরা Appearence প্যানেল থেকে দিবো।
অথবা তুমি এনভাটো মারর্কেট এর পূর্বে বানানো আইকন ব্যাবহার করতে পারো। স্টক আইকন ব্যাবহার করো কিংবা অনুসরণ করে নিজেরটা তৈরি করো, নষ্ট করার মতো আর সময় নাই! চল শুরু করে দিই!
১। আইকনের লাইন আর্ট বানাও
১ম ধাপ
রেক্ট্যাঙ্গেল টুল (M) ব্যাবহার করে একটি আয়ত একে নাও। লাইভ কর্নারগুলোকে টেনে একটু ভেতর দিকে নাও যাতে সামান্য গোলাকার হয় আয়তটির কোণগুলো।



২য় ধাপ
পেন টুল (P) ব্যাবহার করে উপরের বাঁ কোণ থেকে ডান কোণে একটি V শেইপ আঁক। ডাইরেক্ট সিলেকশন টুল (A) দিয়ে এই লাইনটি সিলেক্ট করো এবং কোণটির লাইভ কর্নারটিকে রেখার চতুর্ভুজের মতো উপরের দিকে টেনে আনো।



৩য় ধাপ
ডিজাইনটির উপরের অর্ধেকের দিকে নিচের কোণগুলো থেকে দুটি লাইন সেগমেন্ট আঁক। Group (Control-G) দিয়ে তোমারর আইকনটিকে সংযুক্ত করো এবং স্ট্রোককে স্ট্রোক প্যানেলের মাধ্যমে ১৬ পিটি অথবা এরকম ওয়েইট দাও, বৃত্তাকার Caps (Rounded Caps) এবং বৃত্তাকার কোণ (Rounded Corners) সহ।
আমাদের দ্রুত এবং সহজ খাম আইকনটি সম্পূর্ণ হলো! এর এটিকে অভিনব করা যাক।



৪র্থ ধাপ
রেক্টেঙ্গেল টুলের সাহায্যে খামটির চারদিকে একটি বর্গ আঁক। এলাইন প্যানেলের সাহায্যে খামটির গ্রুপ এবং বর্গটিকে মাঝে এলাইন করো। বর্গক্ষেত্রের চারকোণে লাইভ কর্নারগুলো ভেতরদিকে টেনে নাও যাতে বর্গটি কিছুটা গোলাকার হয়।



২। গ্রেডিয়েন্ট তৈরি করো
১ম ধাপ
বৃত্তাকার বর্গক্ষেত্রে একটি গ্রেডিয়েন্ট যোগ করো। গ্রেডিয়েন্ট প্যানেলে, রংগুলি হলুদ (#f9ed32
) এবং গোলাপী (#ee2a7b
) তে সেট করো।



২য় ধাপ
গ্রেডিয়েন্টে একটি উজ্জ্বল ভায়োলেট ছায়া (#002aff
) যুক্ত করো। গোলাপি রঙকে গ্রেডিয়েন্টের কেন্দ্রের দিকে নিয়ে আসো।



৩য় ধাপ
গ্রেডিয়েন্ট টাইপ টিকে রেডিয়াল গ্রেডিয়েন্ট এ পরিবর্তন করে নাও। গ্রেডিয়েন্ট টুল (G) এর সাহায্যে ব্যাসার্ধ আকৃতি এবং কোণকে সমন্বয় কর। আমার গ্রেডিয়েন্ট কোণ 49.2 ° তে সেট করা সাথে তার এসপেক্ট রেশিও (Aspect Ratio) 81.2%।



সাবাশ! তুমি পুরোটা শেষ করেছো!
আইকন ডিজাইনটি সম্পূর্ণ করতে খামে আইকনটির স্ট্রোক রং সাদা করুন। আর কি কি মজার এবং সহজ আইকন তুমি এই স্টাইলে তৈরি করতে পারবে? নীচের মন্তব্য অংশে তোমার তৈরি আইকন শেয়ার করো!



