1. Design & Illustration
  2. Add-Ons
  3. Layer Styles

কীভাবে এডোবি ফটোশপে একটি পশমি টেক্সট ইফেক্ট তৈরি করবেন 

Scroll to top
Read Time: 6 min
This post is part of a series called Learn Photoshop Actions.
How to Create an Engraved Effect Photoshop Action
How to Create Pop Art Photo Effects With Photoshop Actions

() translation by (you can also view the original English article)

Final product imageFinal product imageFinal product image
What You'll Be Creating

এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কীভাবে এডোবি ফটোশপে একটি করে প্যাটার্ন, ব্রাশ, লেয়ার স্টাইল, এবং গ্র্যাডিয়েন্ট ম্যাপ ব্যবহার করে পশমি অ্যাকশন তৈরি করতে হয়। এই টিউটোরিয়ালের শেষে আপনি এমন একটি ফটোশপ অ্যাকশন পাবেন, যা দিয়ে পুরো প্রক্রিয়াটি একটিমাত্র ক্লিকেই সম্পন্ন করা যাবে।

আপনি যদি এই টিউটোরিয়ালটি বাদ দিতে চান কিন্তু এই অ্যাকশনটি কিনতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে গ্রাফিকরিভারে গিয়ে Fur Generator টি কিনতে পারেন। সম্পূর্ণ অ্যাকশনটির আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এটা দিয়ে 72 dpi থেকে 300 dpi পর্যন্ত কাজ করা যায়। এছাড়াও এটা যেকোনো আকৃতিতে কাজ করে, এবং আপনি চাইলে পশমের ভিন্ন ভিন্ন রং এবং আকৃতি নির্বাচন করতে পারবেন।

Promo Fur GeneratorPromo Fur GeneratorPromo Fur Generator
Fur Generator Photoshop Action

টিউটোরিয়াল এসেটসমূহ

টিউটোরিয়ালটিতে আমরা নিন্মেবর্ণিত এসেটসমূহ ব্যবহার করেছি:

১। কিভাবে অ্যাকশনের জন্য ব্যাকগ্রাউণ্ড সেটআপ করবেন

ফটোশপ খুলুন, File > Open এ যান, এবং FurAction-BG.jpg পছন্দ করুন।

Image of the backgroundImage of the backgroundImage of the background

২। কীভাবে লেখা তৈরি করবেন

Type Tool (T) নিন এবং "FUR" লিখুন। Aller Display ফণ্ট বেছে নিন, তারপর Window > Character এ যান এবং Size সেট করুন 347 pt ও Tracking সেট করুন 50

Character Panel with size and trackingCharacter Panel with size and trackingCharacter Panel with size and tracking

৩। কীভাবে ব্রাশ এবং প্যাটার্ন ইন্সটল করবেন

ধাপ ১

Edit > Presets > Preset Manager-এ যান... Preset Type-থেকে, Brushes সিলেক্ট করুন, load...এ ক্লিক করুন, এবং Brush (Fur Tutorial).abr চয়ন করুন।

Installing brushes with Preset ManagerInstalling brushes with Preset ManagerInstalling brushes with Preset Manager

ধাপ ২

Edit > Presets > Preset Manager...এ যান। Preset Type থেকে, Patterns সিলেক্ট করুন, load...এ ক্লিক করুন, এবং Pattern (Fur Tutorial).pat চয়ন করুন।

Installing patterns with Preset ManagerInstalling patterns with Preset ManagerInstalling patterns with Preset Manager

৪। কীভাবে একটি অ্যাকশন তৈরি করবেন

ধাপ ১

Actions প্যানেল খুলুন, এবং Window > Actions এ যান। 

Opening the Actions PanelOpening the Actions PanelOpening the Actions Panel

ধাপ ২

চলুন এক সেট নতুন অ্যাকশন তৈরি করি। এটা করতে, Create New Set আইকনে ক্লিক করুন, এটার নাম দিন Fur Action, এবং OK ক্লিক করুন।

Creating a new action setCreating a new action setCreating a new action set

ধাপ ৩

Create New Action আইকনে ক্লিক করুন, এটার নাম দিন Fur Text, এবং Record-এ ক্লিক করুন।

এখন থেকে, আপনি যা করবেন তার সব কিছুই রেকর্ড হবে, তাই Actions প্যানেলে চোখ রাখুন। আপনি যদি কোনও ভুল করেন, তাহলে Stop Playing/Recording আইকনে ক্লিক করুন এবং Fur Text অ্যাকশন থেকে অপ্রয়োজনীয় ধাপগুলো মুছে ফেলুন। তারপর কাজ চালিয়ে যেতে Begin Recording আইকনে ক্লিক করুন।

Creating a new actionCreating a new actionCreating a new action

ধাপ ৪

টেক্সট লেয়ার সিলেক্ট করা অবস্থায়, Layer > Rename Layer... এ যান এবং এটার নতুন নাম দিন Base Text 1

How to rename the layerHow to rename the layerHow to rename the layer

ধাপ ৫

Brush Tool (B) নিন।  FUR Brush - Tutorial ব্রাশ সিলেক্ট করুন। এবং তারপর Mode টি Normal এ সেট করুন। Opacity এবং Flow সেট করুন 100%, এবং নীচের আইকনগুলো সিলেক্ট করা হয় নি তা নিশ্চিত হউন।

Choosing the brush and settingsChoosing the brush and settingsChoosing the brush and settings

ধাপ ৬

এবার চলুন একটি নতুন লেয়ার তৈরি করি। Layer > New > Layer...এ যান, এটার নাম দিন Fur-1, এবং OK ক্লিক করুন।

Creating and naming a layerCreating and naming a layerCreating and naming a layer

ধাপ ৭

Base Text 1 লেয়ারটি আবার সিলেক্ট করুন এবং Type > Create Work Path-এ যান।

Creating a work pathCreating a work pathCreating a work path

ধাপ ৮

এবার Fur-1 লেয়ারটি সিলেক্ট করুন, Window > Paths এ গিয়ে Paths প্যানেলটি খুলুন, Work Path-এ রাইট ক্লিক করুন, Stroke Path...পছন্দ করুন, ড্রপ-ডাউন মেনু থেকে Brush পছন্দ করুন, Simulate Pressure অপশন uncheck করুন। এবং OK ক্লিক করুন।

এরপর, Paths প্যানেল থেকে Work Path টি মুছে দিন।

Applying a stroke to the pathApplying a stroke to the pathApplying a stroke to the path

ধাপ ৯

Layers প্যানেলে ফিরে যান।  এবার আমরা টেক্সটটি পশম দিয়ে ঢেকে দিবো। এটা করতে, Layers প্যানেল থেকে Fur-1 সিলেক্ট করুন, এবং তারপর Shift কী চেপে ধরুন এবং Base Text 1 সিলেক্ট করুন।

Selecting two layers to mergeSelecting two layers to mergeSelecting two layers to merge

এবার Shift কী ছেড়ে দিন, Fur-1-এ Right Click করুন, এবং Merge Layers পছন্দ করুন।

How to merge the layersHow to merge the layersHow to merge the layers

ধাপ ১০

এখন আমরা একটি Layer Style যোগ করতে যাচ্ছি। Fur-1 লেয়ারে Double Click করুন এবং নীচের স্টাইলটি প্রয়োগ করুনঃ

নিচের সেটিংস সহ Bevel & Emboss যোগ করুনঃ

  • Style: Inner Bevel
  • Technique: Smooth
  • Depth: 63 %
  • Direction: Up
  • Size: 24 px
  • Soften: 16 px
  • Use Global Light: Unchecked
  • Angle: 13º
  • Altitude: 42º
  • Gloss Contour: Gaussian
  • Anti-aliased: True
  • Highlight Mode: Soft
  • Color of the Highlight mode: #ffffff
  • Opacity of the Highlight: 65%
  • Shadow Mode: Overlay
  • Color of the Shadow Mode: #362a1a
  • Opacity of the Shadow Mode: 26%
Bevel and Emboss settingsBevel and Emboss settingsBevel and Emboss settings

ধাপ ১১

Bevel & Emboss এ নীচের সেটিংস দিয়ে Contour যোগ করুন:

  • Contour: Gaussian
  • Anti-aliased: Unchecked
  • Range: 61%
Bevel and Emboss Contour settingsBevel and Emboss Contour settingsBevel and Emboss Contour settings

ধাপ ১২

নীচের সেটিংস দিয়ে Inner Glow যুক্ত করুনঃ

  • Blend Mode: Screen
  • Opacity: 25%
  • Noise: 0%
  • Color: #cfb9a6
  • Technique: Softer
  • Source: Center
  • Choke: 4%
  • Size: 213 px
  • Contour: Linear
  • Anti-aliased: Unchecked
  • Range: 100%
  • Jitter: 0%
Inner Glow SettingsInner Glow SettingsInner Glow Settings

ধাপ ১৩

নিচের সেটিংসগুলো দিয়ে Color Overlay যোগ করুন:

  • Blend Mode: Color
  • Color: #ffffff
  • Opacity: 21%

Color Overlay SettingsColor Overlay SettingsColor Overlay Settings

ধাপ ১৪

নীচের সেটিংসগুলো সহকারে Pattern Overlay যোগ করুন:

  • Blend Mode: Normal
  • Opacity: 100%
  • Pattern: আপনার ডাউনলোড করা প্যাটার্নটি পছন্দ করুন, Pattern (Fur Tutorial).pat
  • Scale: 25%
  • Link with Layer: টিক চিহ্ন দিন
Pattern Overlay settingsPattern Overlay settingsPattern Overlay settings

ধাপ ১৫

নিচের সেটিংস দিয়ে একটি Drop Shadow যোগ করুন:

  • Blend Mode: Normal
  • Color: #6d655d
  • Opacity: 100%
  • Use Global Light: Unchecked
  • Angle: 0 º
  • Distance: 18 px
  • Spread: 100%
  • Size: 0 px
  • Contour: Linear
  • Anti-aliased: Unchecked
  • Noise: 0%
  • Layer Knocks Out Drop Shadow: Checked
First Drop Shadow settingsFirst Drop Shadow settingsFirst Drop Shadow settings

ধাপ ১৬

আপনি যদি  Adobe Photoshop CC ব্যবহার না করে থাকেন, তাহলে OK ক্লিক করুন এবং ১৮ তম ধাপ টি এড়িয়ে যান, অথবা এটা অবিরত রাখুন।

নীচের সেটিংস দিয়ে প্রথমটির ঠিক নিচেই আরেকটি Drop Shadow তৈরি করুন:

  • Blend Mode: Normal
  • Color: #e5dacf
  • Opacity: 100%
  • Use Global Light: Unchecked
  • Angle: 0º
  • Distance: 0 px
  • Spread: 0%
  • Size: 2 px
  • Contour: Linear
  • Anti-aliased: Unchecked
  • Noise: 0%
  • Layer Knocks Out Drop Shadow: Checked
Second Drop Shadow settingsSecond Drop Shadow settingsSecond Drop Shadow settings

ধাপ ১৭

নিচের সেটিংস দিয়ে দ্বিতীয় Drop Shadow এর নীচে তৃতীয়টি যুক্ত করুন:

  • Blend Mode: Multiply
  • Color: #000000
  • Opacity: 30%
  • Use Global Light: Unchecked
  • Angle: 3º
  • Distance: 34 px
  • Spread: 0%
  • Size: 1 px
  • Contour: Linear
  • Anti-aliased: Unchecked
  • Noise: 0%
  • Layer Knocks Out Drop Shadow: Check

OK ক্লিক করুন।

Third Drop Shadow SettingsThird Drop Shadow SettingsThird Drop Shadow Settings

আপনার ইমেজটি দেখতে এমন দেখা যাবে:

how the image should look likehow the image should look likehow the image should look like

অথবা নীচের ইমেজটির মত দেখাবে যদি আপনি এডোবি ফটোশপের পুরোনো ভার্শন ব্যবহার করেন:

how the image looks in an older photoshophow the image looks in an older photoshophow the image looks in an older photoshop

ধাপ ১৮

ধাপ ২৩ এড়িয়ে যান যদি আপনি Adobe Photoshop CC ব্যবহার করে থাকেন।

Fur-1 কপির আরও দুটি কপি তৈরি করুন এবং আসলটির নীচে বসান:

Making two copies of the layerMaking two copies of the layerMaking two copies of the layer

ধাপ ১৯

প্রথম কপির উপর Right Click করুন এবং Clear Layer Style পছন্দ করুন। দ্বিতীয় কপির জন্য একই কাজ করুন।

Clearing the Layer StyleClearing the Layer StyleClearing the Layer Style

ধাপ ২০

দুটো কপিরই ভরাট 0%-এ পরিবর্তন করুন।

Changing the Fill of the layersChanging the Fill of the layersChanging the Fill of the layers

ধাপ ২১

নতুন লেয়ার স্টাইল যোগ করার জন্য প্রথম কপিতে ডাবল ক্লিক করুন।

নীচের সেটিংস অনুযায়ী Drop Shadow যোগ করুন:

  • Blend Mode: Normal
  • Color: #e5dacf
  • Opacity: 100%
  • Use Global Light: Unchecked
  • Angle: 0 º
  • Distance: 0 px
  • Spread: 0%
  • Size: 2 px
  • Contour: Linear
  • Anti-aliased: Unchecked
  • Noise: 0%
  • Layer Knocks Out Drop Shadow: Checked

OK ক্লিক করুন।

Second Drop shadow for older photoshopSecond Drop shadow for older photoshopSecond Drop shadow for older photoshop

ধাপ ২২

নতুন লেয়ার স্টাইল যোগ করতে দ্বিতীয় কপিতে ডাবল ক্লিক করুন।

নিচের সেটিংস অনুযায়ী Drop Shadow যোগ করুন:

  • Blend Mode: Multiply
  • Color: #000000
  • Opacity: 30%
  • Use Global Light: Unchecked
  • Angle: 3º
  • Distance: 34 px
  • Spread: 0%
  • Size: 1 px
  • Contour: Linear
  • Anti-aliased: Unchecked
  • Noise: 0%
  • Layer Knocks Out Drop Shadow: Checked

OK ক্লিক করুন।

Third Drop Shadow for older photoshopThird Drop Shadow for older photoshopThird Drop Shadow for older photoshop

ধাপ ২৩

এখন আমাদের Fur-1 লেয়ারটি Smart Object-এ পরিবর্তন করতে হবে। 

Adobe Photoshop CC এর জন্য:

Fur-1 লেয়ারটিতে Right Click করুন এবং Convert to Smart Object নির্বাচন করুন।

Converting layer to Smart ObjectConverting layer to Smart ObjectConverting layer to Smart Object

এডোবি ফটোশপ-এরপুরনো ভার্শনের জন্য:

Fur-1 সিলেক্ট করুন, Shift কী চেপে ধরে Fur-1 copy 2 তে ক্লিক করুন। এবার Shift কী ছেড়ে দিয়ে Fur-1 লেয়ারের উপর Right Click করুন এবং Convert to Smart Object পছন্দ করুন।

Converting layers to Smart Object in older photoshopConverting layers to Smart Object in older photoshopConverting layers to Smart Object in older photoshop

ধাপ ২৪

এবার, চলুন পশমের রং পরিবর্তন করি। আমরা এটা সাদা করবো। Adjustments প্যানেলে যান এবং Gradient Map-এ ক্লিক করুন। যদি আপনি এটা না দেখতে পান তাহলে, Window > Adjustments-এ যান।

Creating a new Gradient MapCreating a new Gradient MapCreating a new Gradient Map

ধাপ ২৫

আপনার সম্পূর্ণ ইমেজটি দেখতে অদ্ভুত দেখাবে, কিন্তু এতে চিন্তিত হবেন না। লেয়ারটির নাম Gradient map 1 থেকে Gradient Color-এ রূপান্তর করুন।

Renaming the Gradient MapRenaming the Gradient MapRenaming the Gradient Map

ধাপ ২৬

Gradient Color লেয়ারে Right Click করুন এবং Create Clipping Mask পছন্দ করুন।

Applying a Clipping Mask to a layerApplying a Clipping Mask to a layerApplying a Clipping Mask to a layer

ধাপ ২৭

Gradient color লেয়ারের Gradient icon-এ ডাবল-ক্লিক করুন। Properties প্যানেলটি দেখা যাবে।

Opening the Properties PanelOpening the Properties PanelOpening the Properties Panel

ধাপ ২৮

Properties প্যানেল থেকে Gradient Editor খোলার জন্য Gradient bar-এ ক্লিক করুন।

নিচের সেটিংস অনুযায়ী গ্র্যাডিয়েন্ট বসান:

  • First stop Color: #000000 এবং Location 0%
  • Second stop Color: #848484 এবং Location 30%
  • Third stop Color: #c0c0c0 এবং Location 48%
  • Fourth stop Color: #ffffff এবং Location 100%

OK ক্লিক করুন।

Opening the Gradient EditorOpening the Gradient EditorOpening the Gradient Editor

ধাপ ২৯

Fur-1 লেয়ারটির নাম পরিবর্তন করে Fur রাখুন, এবং তারপর অ্যাকশনটি রেকর্ড করা বন্ধ করুন।

Finishing the recording of the actionFinishing the recording of the actionFinishing the recording of the action

অভিনন্দন, আপনি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন!

এই টিউটোরিয়ালে, আপনি জানলেন কীভাবে এডোবি ফটোশপে একটি পশমী অ্যাকশন তৈরি করতে হয়।

আমরা প্রথমে লেখা তৈরি করার মাধ্যমে শুরু করেছি, এবং তারপর অ্যাকশনটি রেকর্ড করার সময়, আমরা এটাতে ব্রাশ এবং পাথ ব্যবহার করে বর্ডার যুক্ত করেছি, তারপর একটি লেয়ার স্টাইল এবং চূড়ান্তভাবে গ্র্যাডিয়েন্ট ম্যাপ ব্যবহার করে রং পরিবর্তন করেছি।

Image with the final resultImage with the final resultImage with the final result

অ্যাকশনটি চালু করার আগে যেসব জিনিষ মনে রাখবেন:

  • আপনি ইতিমধ্যেই Pattern এবং Brush ইন্সটল করেছেন কিনা তা নিশ্চিত হউন।
  • Brush Opacity এবং Flow ১০০% সেট করা হয়েছে কিনা তা নিশ্চিত হউন, ঠিক কীভাবে "অ্যাকশন তৈরি করতে হবে" সেটার - ৪ নং ধাপের মত।
  • টেক্সট লেয়ার সিলেক্ট করা অবস্থায় আপনি অ্যাকশনটি চালু করেছেন কিনা তা নিশ্চিত হউন।

এটা চালু করার জন্য, Fur Text অ্যাকশনটি সিলেক্ট করতে হবে এবং Actions প্যানেল থেকে Play-তে ক্লিক করতে হবে।

আমি আশা করি আপনি এই টিউটোরিয়াল টি সত্যিই উপভোগ করেছেন, এবং নীচে আপনার কমেন্ট দিতে ভুলবেন না। আমরা যেই অ্যাকশনটি তৈরি করলাম তা Fur Generator এর একটি অংশমাত্র।

Promo of Fur GeneratorPromo of Fur GeneratorPromo of Fur Generator
Fur Generator Photoshop Action
Advertisement
Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Design & Illustration tutorials. Never miss out on learning about the next big thing.
One subscription. Unlimited Downloads.
Get unlimited downloads