কিভাবে মাত্র ৬০ সেকেন্ডে ফটোশপ অ্যাকশন দিয়ে একটা ইন্সটাগ্রাম ফিল্টার তৈরি করবেন
Bengali (বাংলা) translation by Arnab Wahid (you can also view the original English article)

৬০ সেকেন্ড সিরিজের এই এপিসোডে আমরা একটি ইন্সটাগ্রাম ফিল্টার বানাবো।
৬০ সেকেন্ডে ফটোশপঃ ইন্সটাগ্রাম ফিল্টার
ফটোশপেই আপনার নিজের ইন্সটাগ্রাম ফিল্টার তৈরি করা সম্ভব। তাও মাত্র ৬০ সেকেন্ডে!
কিভাবে ফটোশপে ইন্সটাগ্রাম ফিল্টার তৈরি করতে হয়।
ফটোশপে ছবি ওপেন করুন। এখানে ব্যবহৃত ছবিটির সোর্স।

Window > Action এ গিয়ে Actions প্যালেট ওপেন করুন। New Set সিলেক্ট করুন। সেটের নাম দিন Instagram। New Action সিলেক্ট করে অ্যাকশনের নাম দিন Hudson । এরপর Record ক্লিক করুন।

Layer > New Adjustment Layer > Color Lookup এ যান। সেটিংস এ 3D LUT File এর যায়গায় Fuji F125 Kodak 2395 সেট করুন। Layer Blend Mode এর যায়গায় Luminosity সেট করুন।

Paint Bucket Tool (G) ব্যবহার করে একটি New Layer ফ্যাঁকাসে হলুদ #fef3d5
দিয়ে Fill ফিল করুন।লেয়ার Divide সেট করুন।

একটি New Layer কালো কালারে ফিল করুন। Elliptical Marquee Tool (M) দিয়ে একটি সার্কেল সিলেক্ট করে, সেটা Delete করুন। Filter > Blur > Gaussian Blur এ গিয়ে এজ ব্লার করে নিন। Radius দিন 65 px আর Opacity দিন 40%.
শেষ হলে Stop বাটনে ক্লিক করুন। এখন Action অন্য অমেজে ব্যবহার করার জন্য রেডি।

এটা ফাইনাল ইফেক্ট।

এই অ্যাকশনটি দেখতে চান?
5 Instagram-Inspired Photoshop Actions
গ্রাফিকরিভারে উপলভ্য আমাদের এনভাটো ইলিমেন্ট চেক করুন।
Instagram Filter - Photoshop Action
সেখানে ৪৭টার মত ইন্সটাগ্রাম ফটোশপ ইফেক্ট রয়েছে। ফিল্টার অ্যাপ্লাই করলেই ইন্সটাগ্রামের মত ইফেক্ট পাবেন।

22 Popular Instagram Filter Photoshop Actions
এখানে ২২ টি ফিল্টার আছে।

Full Size for Instagram Photoshop Action
ইন্সটাগ্রামের মত ফটো রিসাইজ করারও একটি ফিল্টার আছে। এই ফিল্টারের সাথে একটি টিউটোরিয়ালও রয়েছে, এটা ব্যবহার শেখার জন্য।

Ash Photoshop Action
এটায় দুটা সেপারেট অ্যাকশন রয়েছে।

Chocolate Photoshop Action
এই ফিল্টার দিয়ে চকোলেট ফটো ইফেক্ট পাওয়া যায়।

৬০ সেকেন্ড?!
এই কুইক ভিডিও টিউটোরিয়াল সিরিজে, আমরা মাত্র ৬০ সেকেন্ডে বিভিন্ন নতুন নতুন জিনিষ শিখিয়ে থাকি। আপনার আর কিছু শেখার ইচ্ছা থাকলে আমাদের নিতে কমেন্ট করে জানাতে পারেন!
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Design & Illustration tutorials. Never miss out on learning about the next big thing.
Update me weeklyEnvato Tuts+ tutorials are translated into other languages by our community members—you can be involved too!
Translate this post