৬০ সেকেন্ডে ফটোশপ: মিক্সার ব্রাশ দিয়ে ফটোশপে একটি মুক্তার মালা তৈরি করুন
Bengali (বাংলা) translation by Shakila Humaira (you can also view the original English article)

আমাদের ৬০ সেকেন্ডের ফটোশপ সিরিজে স্বাগতম, এখানে আপনি ফটোশপের যে কোনো দক্ষতা, ফিচার বা টেকনিক মাত্র এক মিনিটেই শিখতে পারবেন!
৬০ সেকেন্ডে ফটোশপ: কাস্টম জুয়েলারি
অ্যাডোবি ফটোশপের মিক্সার ব্রাশ টুলটি দিয়ে আপনি যেকোন বস্তুর অসাধারন স্ট্যাম্প তৈরি করতে পারবেন। এবং এই তড়িৎ টিউটোরিয়ালে, আমি আপনাকে এই চমৎকার টুলটি ব্যবহার করে কিভাবে একটি সুন্দর মুক্তার নেকলেস তৈরি করতে হয়, তা দেখাবো। এজন্য প্রথমে একটি নেকলেস ব্রাশ তৈরি করতে হবে।
এই ভিডিওতে ব্যবহৃত মুক্তা এবং মহিলার স্টকটি বিনামূল্যে ডাউনলোড করে নিন। এবং আরও আশ্চর্যজনক রেফারেন্স জন্য PhotoDune স্টক ফটোগ্রাফির অবিশ্বাস্য সংগ্রহটি ব্রাউজ করে দেখুন।
ফটোশপে কাস্টম নেকলেস কিভাবে তৈরি করবেন
ফটোশপে আপনার ছবিটি খুলুন। এখানে আমি এই মুক্তা এবং মহিলার স্টকটি ব্যবহার করবো।

প্রথমে, Elliptical Marquee Tool (M) দিয়ে ব্রাসলেট থেকে একটি মুক্তা খুলে নিন। তারপর Control-J চেপে এটাকে ডুপ্লিকেট করুন, Free Transform Tool (Control-T) দিয়ে এই কপিটাকে কিছুটা ছোট করে নিন। দ্বিতীয় মুক্তাটি এখানে ছোট্ট একটি সংযোগ হিসেবে ব্যবহার করা হবে।

মুক্তা দুটি একসাথে মার্জ করে নিন। Mixer Brush Tool (B) সিলেক্ট করুন এবং ব্রাশ সাইজ এই দুটো মুক্তার মত বড় করে নিন, এবং তারপর Alt কী চেপে এই মুক্তা দুটোকে নতুন ব্রাশ হিসেবে লোড করুন। Brush প্যানেলের মধ্যে F5 চেপে নিচের মত করে সেটিংস সমন্বয় করে নিন:
- Spacing: 90-95%
- Shape Dynamics: Checked, Angle Control: Initial Direction

Mixer Brush (B) সিলেক্ট করা অবস্থা্য, আপনার নির্ধারিত জায়গায় মুক্তার নেকলেস আঁকতে শুরু করুন।এটি সঠিকভাবে পেতে আপনাকে বেশ কয়েকবার চেষ্টা করতে হবে। এবার মুক্তার নেকলেসের উপর একটি লেয়ার মাস্ক বসান এবং মাস্কের উপর Brush Tool (B) দিয়ে কালো রঙ করুন যাতে মুক্তার মধ্যে কোনও খুঁত থাকলে তা ঢেকে যায়।

ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে! এবার লেয়ারের উপর Right-click করে Blending Options এ যান। নেকলেসের জন্য নিচের সেটিংস অনুযায়ী একটি Drop Shadow তৈরি করুন।

এবার স্বচ্ছন্দে রঙ অথবা আলোর প্রতিফলনসহ অন্যান্য Adjustment Layer গুলো সমন্বয় করে নিন। আমার চূড়ান্ত ফলাফলটি নিচে দেয়া হলো:

এই কাজটি হাতে কলমে দেখতে চান? এই পাঠ টি কার্যে দেখতে উপরের ভিডিওটি দেখুন!
আরো একটু বিস্তারিত
অ্যাডবি ফটোশপের ফটো ইফেক্ট সম্পর্কে আরও জানতে চান? নীচের এই টিউটোরিয়ালগুলো দেখুন:
- Photo Manipulation50 Awesome Photo Effect TutorialsGrant Friedman
- Photoshop ActionsHow to Create a Dark Photo Effect Action for Beginners in Adobe PhotoshopMarko Kožokar
- Photoshop ActionsHow to Create a Wet Glass Action in Adobe PhotoshopIndranil Saha
- Photoshop ActionsHow to Create an Awesome Dispersion Action in Adobe PhotoshopMarko Kožokar
৬০ সেকেন্ডে?!
এটা হচ্ছে Envato Tuts+ তড়িৎ ভিডিও টিউটোরিয়াল সিরিজের একটি অংশ। যেখানে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে পরিচয় দিয়ে থাকি, সবগুলোই ৬০ সেকেন্ডে—আপনার জানার ইচ্ছা আরও বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট। কমেন্টে আমাদেরকে জানাতে পারেন আপনি ভিডিওটি সম্পর্কে কি ভাবছেন এবং আরও কি কি জিনিস আপনি ৬০ সেকেন্ডে দেখতে চান!
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Design & Illustration tutorials. Never miss out on learning about the next big thing.
Update me weeklyEnvato Tuts+ tutorials are translated into other languages by our community members—you can be involved too!
Translate this post