Bengali (বাংলা) translation by Syeda Nur-E-Royhan (you can also view the original English article)
গত বছর আমরা আপনার জন্য ১০০টিরও বেশি ফ্রি ফটোশপ অ্যাকশন নিয়ে লেখা আর্টিকেল প্রকাশ করেছিলাম অনেকেই এই বিষয়ে আরও জানতে চেয়েছেন। কাজেই আমরা আজ ফিরে এসেছি আরও ৬০টি প্রয়োজনীয় ফটোশপ অ্যাকশন নিয়ে যেগুলো আপনার সময় আর শ্রম দুটোই বাঁচাতে সাহায্য করবে। এর প্রতিটিতেই আপনি পাবেন মজাদার অদ্ভুত সব ইফেক্ট। কাজেই ক্লিক করুন আর দেখে নিন!
সেই সাথে আপনি যদি বাণিজ্যিক মানের ফলাফল চান, আবার প্রফেশনাল দিয়ে কাজ করানোর মতো সময় যদি না থাকে তাহলে এনভাটো মার্কেটে সহজলভ্য সাশ্রয়ী মূল্যের এই শত শত ফটোশপ অ্যাকশন থেকে বেছে নিন।

তৈরি করুন আপনার নিজস্ব অ্যাকশন
এটি ১০০টি ফ্রি ফটোশপ অ্যাকশন (তৈরি করুন নিজের মনের মতো) আর্টিকেলের পরবর্তী অংশ। আপনি যদি নিজের মনের মতো অ্যাকশন তৈরি করতে চান তাহলে এই পোস্টে অবশ্যই একবার চোখ বুলিয়ে নিবেন। অন্যদিকে, আপনি চাইলে আমাদের ফটোশপের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে ওয়াটারমার্কিং করা আর্টিকেলে সহজ কিছু সমাধান রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন। সেখানে এই কৌশলগুলোর অনেকগুলোই দেওয়া আছে।
প্রিমিয়াম ফটোশপ অ্যাকশন
বিনামূল্যে পাওয়া এই উপকরণের দিকে ঝাঁপ দেওয়ার আগে প্রথমে এনভাটো মার্কেটে পাওয়া প্রিমিয়াম অপশনগুলো একবার দেখে নিন। আপনি যদি কাজে পেশাদারিত্বের ছোঁয়া চান তাহলে এগুলোই আপনার কাজে লাগবে! আমাদের ডিজিটাল মার্কেটে ডাউনলোড করার জন্য সুলভ বেশ কিছু ফটোশপ অ্যাকশন এখানে দেওয়া হল। মাসে একবার একটা ফী জমা দিয়ে আপনি এখান থেকে যতোগুলো ইচ্ছা অ্যাকশন বা অন্যান্য ক্রিয়েটিভ উপকরণ ডাউনলোড করে নিতে পারবেন।
১। সফট ফোকাস ফটোশপ অ্যাকশন
সফট ফোকাস ফটোশপ অ্যাকশন কিভাবে কাজ করে? খুব সহজ। আপনি শুধুমাত্র ছবির যেই অংশটুকু ফোকাসে রাখতে চাচ্ছেন তার উপর দিয়ে ব্রাশ বুলিয়ে নিন আর অ্যাকশন প্লে করুন! মাত্র কয়েক ক্লিকেই আপনি আপনার ছবিতে চোখ ধাঁধানো কোমলতা নিয়ে আসতে পারবেন।

২। ডাইমেনশন ফটোশপ অ্যাকশন
সহজে ব্যবহারযোগ্য এই ফটোশপ অ্যাকশনটি আপনাকে অসাধারণ এক সেট ফিচার সরবরাহ করবে। তার মধ্যে থাকবে:
- ৮টি ভিন্ন ভিন্ন গ্লাস প্যাটার্নের মধ্য থেকে বাছাই করে নেওয়ার সুযোগ।
- প্রতিটি গ্লাস প্যাটার্ন কমিয়ে বা বাড়িয়ে ভিন্ন ভিন্ন আকারের কাঁচের টুকরা তৈরি করা যায়।
- ১০টি কালার অপশন যেগুলো সংমিশ্রণের মাধ্যমে আরও অনেক রঙ তৈরি করা যাবে।
- আপনার সাবজেক্টের কোন অংশটুকু কাঁচের দেয়ালের সামনে আসবে বা পিছনে থাকবে তা নিয়ন্ত্রণ করা খুবই সহজ।

৩। এইচডিআর স্টক ফটোশপ অ্যাকশন
উচ্চ গতিময়তাসম্পন্ন ইমেজ তৈরি করতে হলে বিভিন্ন এক্সপোজারে তোলা অনেকগুলো ইমেজ সংযুক্ত করতে হবে। তবে ১৮টি ফটোশপ অ্যাকশনের এই সেটটি দিয়ে আপনি আবদ্ধ ছবিগুলো সংযুক্ত না করেই একই ফলাফল পেতে পারেন।
আপনার সাধারণ ইমেজগুলোকে চমকপ্রদ এইচডিআর ফটোতে রূপান্তর করুন। নতুন করে আলোছায়ার খেলা তৈরি করে আপনার ইমেজকে করুন নজর কাড়া। আর এই সবই একটা মাত্র ক্লিকে!

৪। পিওনি ফটোশপ অ্যাকশন
এই অ্যাকশনটি আপনাকে পোর্ট্রেইট, ফ্যাশন ফটোগ্রাফি এবং শৈল্পিক ফটোগ্রাফি তোলার ক্ষেত্রে সহজাত প্রাকৃতিক টোন এনে দিবে। নিষ্প্রভ সবুজ আর ফুলেল ডিজাইনে ক্লান্ত হয়ে গিয়েছেন? এই অ্যাকশনটি আপনার ফটোগ্রাফিতে আনবে রং আর আয়তনের ঘনত্ব। সব ধরণের সবুজ আর রঙিন ফুলে বিশেষভাবে রঙের ছন্দ ফিরিয়ে আনতে সাহায্য করবে।

৫। মলিকিউলাম - কর্পাসকুলার ফটোশপ অ্যাকশন
ভিন্ন কিছু খুঁজছেন? উচ্চ প্রযুক্তির এই ফটোশপ অ্যাকশনের মাধ্যমে আপনি ছবিতে অবজেক্টের অণু-পরমাণু ভেঙ্গে যাওয়ার ইফেক্ট নিয়ে আসতে পারবেন। এখানে রয়েছে ভিন্ন ভিন্ন গতিপথের চারটি অ্যাকশন: উপরে, বামে, ডানে, এবং নিচে। এখানে খুব সূক্ষ্ম খুঁটিনাটি নিয়ে কাজ করা যায়। এটি ব্যবহার করা, কাস্টমাইজ করা এবং উন্নত করাও বেশ সহজ।

৬০টিরও বেশি ফটোশপ অ্যাকশন
কালিফবানানে - ক্রস কালারিং টুল ১.১
কালার এনহ্যান্সিং অ্যাকশনস
ফেসবুক ফিক্স - ওয়াটারমার্ক/রিসাইজ/রোটেট যোগ করুন
ফটোশপ অ্যাকশন: ডায়াবোলিক
ফটোশপ অ্যাকশন: ফলিয়েজ
ফটোশপ অ্যাকশন: ফ্রস্টবাইট
ইনফেকশন
অ্যাকশন সেট #১
অস্কারস পিচ ফটোশপ অ্যাকশন ১
টনিস সফট ফেস #২
কোমল ত্বকের ইফেক্ট
পোলারয়েড জেনারেটর ভি২
নাইট ফেইট - ফটোশপ অ্যাকশনস
সাদাকালো সেপিয়া পিএস অ্যাকশন
এলটির মার্শমেলো অ্যাকশন
ম্যাজিক ইফেক্ট ৪.২
আই-ডার্ক ৩.০২
পিএস অ্যাকশনস - ৫ ইন ওয়ান
পিএস অ্যাকশনস - কুল ভিনটেজ
পিএস অ্যাকশনস - স্নো, সামার অ্যান্ড উইন্টার
ঘোস্ট স্টোরিজ - ৯টি দারুণ অ্যাকশন
রং পরিবর্তনের অ্যাকশন
মাই ডার্ক ডিজায়ার - ১৮টি ফ্রি অ্যাকশন
থ্রিডি অ্যাকশনস প্যাক
ডেইজি অ্যাকশনা
কিউট অ্যাকশনস
হিপস্ট্যামাটিক - "পার্পল গ্লিটার"
ওল্ডম্যাটিক
অ্যাক্ট ০১ অ্যাকশনস অ্যাওয়ে
ফটোশপ অ্যাকশনস - ৮৬
রেইনি ডে
৮টি প্রয়োজনীয় অ্যাকশন
ক্যানভাস ইফেক্ট
পার্পল অ্যাকশনস
ফটোশপ অ্যাকশন ৩
ভিনটেজ
নাইট অ্যাকশন
১০০ ফটোশপ স্টাইল অ্যাকশন
ফটোশপ অ্যাকশনস - ১০১
আমাদের ভালোবাসা
অ্যাকশনস: "রেট্রো-ভিনটেজ"
ওয়ার্ম লাইট অ্যাকশন
২০১১ নিউ ইয়ার অ্যাকশন
এনচ্যান্টেড
আনরিটেন অ্যাকশন
ব্রেক আউট অ্যাকশন
হেবাহ ফটোগ্রাফি - অ্যাকশন প্যাক ৭
নেচার ইফেক্ট
ফটোশপ অ্যাকশন ২৭
হার্ড ক্যান্ডি অ্যাকশন
লোমিটা - অ্যাকশন ১১
ল্যান্ডস্কেপ ইফেক্ট পিএস অ্যাকশন ০.২
এইচডিআর ফেইক অ্যাকশন
পিএস অ্যাকশনস - এইচডিআর পোস্ট ইফেক্টস
পিএস অ্যাকশনস - রিকালার ওল্ড
ফটোগ্রাফারস টুলকিট ভলিউম ১
হোলগা অ্যাকশন
আরবান ব্লু
ওয়েডিং এনহ্যান্সার কিট
প্রফেশনাল অ্যাকশনস অ্যাট গ্রাফিকরিভার
মাত্র কয়েক ডলারের বিনিময়ে আপনি গ্রাফিকফিভারে প্রচুর প্রফেশনাল অ্যাকশন খুঁজে পাবেন। এনভাটো মার্কেটে এটি আরেকটি সাইট যেখানে ফটোগ্রাফারদের জন্য প্রচুর দরকারি কন্টেন্ট রয়েছে! এখানে কিছু নমুনা দেওয়া হল:
ফটো ইফেক্টস অ্যাকশনস
ইমেজেস এসেন্সিয়ালস ফটোশপ অ্যাকশনস
গ্লো অ্যাকশনস
পিআরও অ্যাকশনসঃ - ৩০টি ফিলম ইফেক্ট
পিআরও অ্যাকশনসঃ - ৪২টি স্পেশাল ইফেক্ট
ধৈর্যের সাথে পড়ার জন্য ধন্যবাদ!
আশা করি এই চমৎকার সব ফটোশপ অ্যাকশন দেখে নিতে পেরে আপনার ভালো লেগেছে। অবশ্যই প্রতিটি সাইটে ক্লিক করে দকেহে নিবেন। সেখানে কী ধরণের অফার চলছে তা দেখে নিন। আজ আমরা উল্লেখ করিনি এমন কোন দারুণ ফটোশপ অ্যাকশনের কথা যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন!
আপনি এনভাটো মার্কেটে উন্নত মানের ফটোশপ অ্যাকশন সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। সেখানে মাসে একটি মাত্র স্বল্পমূল্যের ফীয়ের বিনিময়ে বিশাল সমাহারের ক্রিয়েটিভ উপকরণ অবাধে ডাউনলোড করতে পারবেন।
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Design & Illustration tutorials. Never miss out on learning about the next big thing.
Update me weeklyEnvato Tuts+ tutorials are translated into other languages by our community members—you can be involved too!
Translate this post