ক্রিয়েটিভ বিজনেস মার্কেটিং এর জন্য ২০টি সেরা ইনডিজাইন ব্রোশিওর টেমপ্লেট
Bengali (বাংলা) translation by Shakila Humaira (you can also view the original English article)
আপনি হয়তো ভাবছেন ডিজিটাল মার্কেটিং এর প্রসারের কারণে আজকাল ব্রশিয়ার বা প্রচারপত্রের. খুব বেশি কদর নেই, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন।
ব্রশিয়ার বা প্রচারপত্র আপনার বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে আরো বেশি গ্রাহক পেতে সাহায্য করে। এগুলো এখনো আপনার ব্যবসার মার্কেটিংয়ের জন্য একটি কার্যকর উপায়।
লোকাল গ্রাহক যাদের সাথে আপনি ব্যক্তিগত ভাবে দেখা করতে পারেন তারা আপনার কাছে প্রিন্ট করা বিজ্ঞাপন আশা করে যেমন ব্রোশার, কারণ নির্ভরযোগ্য ব্যবসাগুলো সাধারণত এটাই করে থাকে।
তারা চায় দেখতে সুন্দর এমন কিছু তাদের বাসায় নিয়ে যেতে যাতে করে তারা আপনার মূল ফিচার ও অফারগুলো তাদের বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজন কে দেখাতে পারে। ব্রোশিওর ছাড়া আপনার মার্কেটিং আর্সেনালের বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারীতা অনেকাংশে হ্রাস পাবে।
স্মার্ট ব্যবসায়ীরা সাধারণত একটি সুপরিকল্পিত ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন এর সাথে ব্রশিয়ার ব্যবহার করে যাতে করে সর্বোচ্চ ফলাফল লাভ করতে পারে। আপনি চাইলে ব্রশিয়ার পিডিএফ করে ইমেইল এর সাথে অথবা আপনার ওয়েবসাইট থেকেও বিতরণ করতে পারেন।
উদ্যোক্তা, ডিজাইনার, মার্কেটার এবং ক্রিয়েটিভ এজেন্সি সবাই তাদের বিজ্ঞাপনের অংশ হিসেবে ব্রশিয়ার ব্যবহার করতে পারেন। একটি মার্কেটিং টেকনিক অন্য আরেকটি মার্কেটিং এর সাথে এর সাথে পরিপূরক হিসেবে কেন ব্যবহার করা যাবে না?
একটি মানসম্মত ব্রশিয়ার দিয়ে আপনি আপনার মার্কেটিং এর ফলাফল সন্তোষজনক হবে এই আশা করতে পারেন। এনভেটো মার্কেটে প্রফেশনাল ডিজাইন সহ ১০০ এরও বেশি সৃজনশীল ইনডিজাইন ব্রোশার টেম্পলেট পাবেন, যেগুলো কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

এগুলোর যেকোন একটি ক্রিয়েটিভ ব্রোশিওর টেমপ্লেট আপনার হাতে থাকলে আপনি খুব দ্রুত তা প্রস্তুত করে সম্ভাব্য গ্রাহকের হাতে তুলে দিতে পারবেন।
ইনডিজাইনে কেবল আপনার কোম্পানীর তথ্য এবং গ্রাফিক সমুহ যুক্ত করুন ও সেলস অফার এর জন্য আপনার নিজস্ব টেক্সট যুক্ত করুন। বেশ আপনি এবার প্রিন্ট করার জন্য তৈরি। এই ধরনের কুইক কাস্টমাইজেশনের কথা মাথায় রেখেই এই টেম্পলেটগুলো সেট আপ করা হয়েছে।
আপনার ওয়েবসাইটে আরো বেশি গ্রাহককে নিয়ে আসুন, এবং পণ্য কিনতে আগ্রহী করে তুলুন। প্রফেশনাল ব্রশিয়ার এর মাধ্যমে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন।
এনভেটো এলিমেন্টে অসংখ্য ব্রশিয়ার টেম্পলেট
আমাদের নতুন সাইট এনভেটো এলিমেন্টে মাত্র ১ টি মাসিক ফি এর বিনিময়ে অসংখ্য ব্রশিয়ার টেমপ্লেট পাবেন। এখানে বেছে নেওয়ার মতো ১০০ এর বেশি সুন্দর সুন্দর ডিজাইন আছে। যারা অনেক ব্রোশিওর তৈরি করেন তাদের জন্য এই কালেকশনটি হতে পারে একটি দারুণ পছন্দ। এছাড়াও আপনি ফন্ট, আইকন, ইলাস্ট্রেশন এবং ওয়েব টেমপ্লেটসহ আরো অনেক কিছুর একটি সম্পূর্ণ লাইব্রেরী থেকে অসংখ্য জিনিস ডাউনলোড ও অ্যাক্সেস করতে পারবেন।

উদাহরণস্বরূপ ডিজাইন মিলে তৈরি এই চমৎকার ব্রোশিওর টেম্পলেটটি চেক করে দেখুন। মডার্ন এবং ক্রিয়েটিভ ডিজাইন এর সমন্বয়ে এটি একটি চার পাতার ব্রোশিওর, যাতে সম্পূর্ণ সম্পাদনা যোগ্য সঠিক লেয়ারে সাজানো ফটোশপ এবং ইনডিজাইন ফাইলসমূহ আছে। এতে খুব সহজেই আপনার নিজস্ব ইমেজ এবং টেক্সট সমূহ যুক্ত করতে পারবেন এমনকি কোয়ালিটি অথবা লেআউট না হারিয়েই নতুন পেইজও যুক্ত করা সম্ভব।

অপরদিকে যদি আপনি সাবস্ক্রিপশন এর পরিবর্তে একক কোনো ব্রোশিওর টেমপ্লেট চান তাহলে নিচের অসাধারণ বিকল্পগুলো পড়ে দেখুন।
ক্রিয়েটিভ ইনডিজাইন ব্রশিয়ার টেমপ্লেট
এখানে আমাদের গতবছর সর্বাধিক বিক্রিত, সেরা কিছু ক্রিয়েটিভ ইনডিজাইন ব্রোশিওর টেমপ্লেটের বিবরণ দেয়া হলো:
১। দি কোম্পানি প্রোফাইল - ইনডিজাইন টেমপ্লেট
আপনার ব্যবসায় আগ্রহী ও গ্রাহকদের কে এই শক্তিশালী ও কার্যকর মার্কেটিং ব্রোশিওরটি দিয়ে অভিভূত করুন। এতে ব্যবহৃত হয়েছে সংক্ষিপ্ত ডিজাইন এবং বিপরীত ধর্মী কালার স্কিম। তাই এটার বোল্ড লুক অতি অল্প সময়ে আপনার পাঠকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে।
আপনার ছোট ব্যবসাটি কি ধরনের এবং আপনার পণ্য বা সেবা কাঙ্খিত গ্রাহকদের কি ধরনের উপকার করতে পারে সে সম্পর্কে আলোচনা করুন। এতে এ ফোর এবং লেটার দুটি সাইজ এর ফাইল আছে, এবং এডোবি ইনডিজাইন CS4, CS5, CS5.5 এবং CS6 এর উপযোগী।

২। দি ব্রোশিওর - INDD প্রিন্ট টেম্পলেট
ক্রিয়েটিভ এবং পরিচ্ছন্ন প্রেজেন্টেশন স্টাইলের এই প্রফেশনাল ব্রোশিওরটি আপনার মার্কেটিং বার্তা ছড়িয়ে দেয়ার একটি কার্যকর উপায় হতে পারে। অসংখ্য খালি জায়গা এবং প্যাডিং এর সমন্বয়ে, লেআউটটি এমনভাবে তৈরি করা হয়েছে, যার ফলে আপনার পাঠকরা খুব সহজেই এর ধারনকৃত তথ্যগুলো বুঝতে সক্ষম হবে।
এটার ক্রিয়েটিভ লেআউট যে কোন ছোট ব্যবসা, এজেন্সি, ডিজাইনার অথবা মার্কেটারদের জন্য আরো বেশি ক্লায়েন্ট পাওয়ার একটি আদর্শ মাধ্যম হতে পারে। এর প্রিন্ট রেডি ডিজাইনটি এ ফোর এবং ইউএস লেটার সাইজ দুটো ফাইলেই সেটআপ করা হয়েছে। এই ফাইলগুলো এডোবি ইনডিজাইন CS4, CS5, CS5.5 এবং CS6 এর উপযোগী। এছাড়াও এই টেমপ্লেট ফাইলে ভেক্টর গ্রাফিক্স, ফ্রী ফন্ট এবং অন্যান্য প্যাকেজ সমূহ আছে যার ফলে এটা সহজেই কাস্টমাইজ করা যাবে।

৩। ক্রিয়েটিভ মাল্টিপারপাস ব্রোশিওর/রিপোর্ট
উজ্জল কালার স্কিম এবং মডার্ন ডিজাইনের এই মাল্টিপারপাস ব্রোশার টেমপ্লেটটি যেকোন ছোট ব্যবসা, এজেন্সি, মার্কেটার অথবা ডিজাইনারের পরবর্তী বিজ্ঞাপন ক্যাম্পেইনের জন্য আদর্শ।
এতে বুদ্ধিমত্তার সাথে রঙের ছটা ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হাইলাইট করা হয়েছে এবং প্যারাগ্রাফগুলো ভাগে ভাগে উপস্থাপন করা হয়েছে যার ফলে সহজেই পড়া যায়। এই ইনডিজাইন টেমপ্লেট টি সম্পূর্ণ সম্পাদনা যোগ্য তাই আপনি আপনার মার্কেটিং বার্তাটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন। এতে দুইটি সাইজ আছে লেটার এবং এ ফোর সাইজ।

৪। কোম্পানি প্রোফাইল স্কোয়ার INDD ব্রশিয়ার
আপনি যদি একটি ইউনিক মার্কেটিং ব্রোশিওর খুঁজে থাকেন তাহলে নান্দনিক ডিজাইনের এই স্কয়ার টেমপ্লেটটি ট্রাই করে দেখতে পারেন। এটার গ্রিড কলাম লেয়াউট আপনার মারকেটিং বার্তার আরো বেশি পাঠ যোগ্য করে তুলবে, এবং এমনভাবে এটা তৈরি করবে যাতে আপনার পাঠকরা তথ্যের মূল বিষয়গুলো মনে রাখতে পারেন।
এর উজ্জ্বল এবং আকর্ষণীয় ডিজাইন আপনার ছোট ব্যবসায়ের সৃজনশীল দিক তুলে ধরার উপযোগী। এতে আছে ২০টি কাস্টমাইজেবল পেজ যা দিয়ে আপনার প্রিন্ট মার্কেটিং সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।

৫। ব্রশিয়ার টেমপ্লেট ফর ইনডিজাইন - এ ফোর এন্ড লেটার
অন্যান্য ইনডিজাইন ব্রশিয়ার টেমপ্লেট থেকে আলাদা এই টেমপ্লেটে ২০ টি পেইজ এবং তিনটি ইউনিক কভার আছে। আপনার লেটেস্ট প্রোডাক্ট অথবা সার্ভিস আপনার টার্গেটেড দর্শকদের সামনে তুলে ধরুন অথবা আপনার কর্মীদের পরিচয় সবার সামনে তুলে ধরুন।
আপনি যাই করেন না কেন এই ব্রোশারটির পরিচ্ছন্ন এবং বাস্তব চেহারা আপনার মার্কেটিং বার্তাকে আরো বেশি আকর্ষণীয় এবং বিশ্বাসযোগ্য করে তুলবে। এমনকি আপনি এটাকে পিডিএফ ফাইল হিসেবে ইমেইল অ্যাটাচমেন্ট অথবা একটি অনলাইন ব্রশিয়ার হিসেবেও বিতরণ করতে পারেন।

৬। কোম্পানি প্রোফাইল ব্রোশিওর - INDD টেমপ্লেট
এই ক্রিয়েটিভ কোম্পানি ব্রোশিওর টেমপ্লেটটিতে ২৪ পাতার সম্পূর্ণ কাস্টমাইজেবল কনটেন্ট আছে, এটি প্রিন্ট রেডি এবং সম্পাদনা করতে এর জন্য কমপক্ষে এডোবি ইনডিজাইন CS4 দরকার হবে।
সহজে এডিট করার সুবিধার কারণে এটা খুব দ্রুত ব্যবহার করা সম্ভব, যাতে করে আরো বেশি ক্লায়েন্ট এবং লিডস পাওয়ার জন্য আপনি খুব সহজেই আপনার মার্কেটিং পদ্ধতি সাজিয়ে নিতে পারেন। এই টেম্পলেটের অসাধারণ নীল, কালার টোন, এবং ত্রিমাত্রিক ডিজাইন উপাদান একটি অনন্য মডার্ন ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করেছে। এটা A4 পেপার সাইজে পাওয়া যাবে।

৭। ট্রাইফোল্ড ব্রোশিয়ার - ইন্ডিজাইন টেম্পলেট
ক্লাসিক কোয়ালিটির ব্রশিয়ার ডিজাইন ট্রাইফোল্ড লেআউটটি সময়ের পরীক্ষায় পার হয়ে এখনো আপনার মার্কেটিং প্রচেষ্টার জন্য আদর্শ হাতিয়ার হতে পারে। আপনার বার্তা একটি পরিচ্ছন্ন এবং সুচিন্তিত ডিজাইনের মাধ্যমে সরাসরি আপনার গ্রাহক এবং কাস্টমারদের হাতে পৌঁছে দিন।
সর্বাধিক সুস্পষ্টতার জন্য টাইপফেসের অক্ষর গুলোর মধ্যে সুন্দর ফাঁকা জায়গার কারণে পাঠকদের কাছে আপনার প্রচারপত্রটি প্রশংসিত হবে। সম্পূর্ণ সম্পাদনযোগ্যতা এবং দুটি ফন্টের সমন্বয়ে (রোবট এবং মন্টসের্রাট), এই ক্রিয়েটিভ টেমপ্লেটটি সম্পূর্ণ প্রস্তুত আছে!

৮। দি অ্যানুয়েল রিপোর্ট - ক্রিয়েটিভ ব্রোশিয়ার
এই লেয়ারড ডকুমেন্টটি যে কোনও ছোট ব্যবসা, এজেন্সি, মার্কেটার অথবা ডিজাইনারদের প্রমোশনাল ক্যাম্পেইনের জন্য একটি নিখুঁত পছন্দ। এর বহুবিধ ব্যবহারের মধ্যে একটি হচ্ছে এটা দিয়ে আপনি খুব সহজেই আপনার আর্থিক বছরের বিবরণ রেকর্ড করতে পারেন যদি আপনি রেস্টুরেন্ট অথবা ফুলের দোকানের মত ব্যবসা চালান।
এর সম্পূর্ণ বিবরণ ও সুচিন্তিত কাঠামোর কারণে পাঠকরা খুব সহজেই সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ তাৎক্ষণিকভাবে দেখতে পারে। এই ইনডিজাইন টেমপ্লেটে আছে ভেক্টর ইনফোগ্রাফিক, ফ্রী ফন্ট এবং দুটো সাইজ: লেটার এবং এ ফোর।

৯। 2-in-1/কর্পোরেট ব্রোশিয়ার + বার্ষিক রিপোর্ট
বোল্ড ও আকর্ষণীয় কভার রং এর এই ইনডিজাইন ব্রশিয়ার টেম্পলেটটি আপনার মার্কেটিং এবং রিপোর্ট ট্রাকিং দুটো চাহিদাই পূর্ণ করবে। এতে সর্বমোট ৩৬ টি পেজ আছে, যার সবগুলোই সম্পূর্ণ কাস্টমাইজ করা সম্ভব। তাই আপনি যেভাবে খুশি আপনার বিপণন বার্তা তৈরি করতে পারবেন!
এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে তিনটি অনন্য কালার স্কিম, চারটি আলাদা আলাদা ফন্ট, প্রিন্ট রেডি স্ট্যাটাস, এবং বিভিন্ন অক্ষর ও প্যারাগ্রাফ স্টাইল থেকে বেছে নেওয়ার সুবিধা।

১০। মাল্টিকর্প ব্রোশিয়ার টেম্পলেট - INDD
সব ধরনের ছোট ব্যবসার জন্য উপযোগী কর্পোরেট স্টাইলের এই টেমপ্লেটটি আপনার মার্কেটিং এর সফলতা ও ব্যর্থতার মধ্যে পার্থক্য রচনা করে দিবে। এটা দিয়ে আপনি সফলভাবে আপনার পণ্য অথবা সার্ভিস সমূহ বর্ণনা করতে পারবেন।
এই টেমপ্লেটের টাইপোগ্রাফি থেকে শুরু করে কনটেন্টের বার্তা সবকিছুই আপনার পছন্দ মত কাস্টমাইজ করা যাবে। এই ডিজাইনটিতে অনেক ধরনের ইমেজ যুক্ত করা হয়েছে, যার ফলে এটি সহজপাঠ্য মানসম্মত ও সৃজনশীল মনে হবে। লেটার এবং এ ফোর সাইজ দুটোতেই ফাইলগুলো পাবেন।

১১। ব্রশিয়ার টেমপ্লেট ফোর ইনডিজাইন - সিংগো
পেজসমূহ তৈরি করা অথবা মুছে ফেলার সুবিধাসহ এই হ্যান্ডি ব্রশিয়ার টেম্পলেটে সর্বমোট ২০ টি ইউনিক পেজ আছে। এর ফলে আপনার মার্কেটিং বার্তা পরিচালনার জন্য এটা বেশ উপযোগী। নতুন পণ্য বাজারজাত করতে অথবা আপনার ছোট ব্যবসায়ের সংস্কৃতি তুলে ধরতে এই টেমপ্লেটটি সহজেই ব্যবহার করতে পারেন! এজন্য আপনার ন্যূনতম এডোবি ইন ডিজাইন সংস্করণ cs3 প্রয়োজন হবে এবং এই ফাইলের রং প্রিন্টার এর জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে।

১২। দি পোর্টফলিও - ইনডিজাইন ক্রিয়েটিভ ব্রোশিয়ার
দি পোর্টফলিও হচ্ছে একটি পরিচ্ছন্ন ও সহজে কাস্টমাইজযোগ্য ব্রশিয়ার টেমপ্লেট, যা যে কোন উদ্দেশ্যে ব্যবহার করার উপযোগী। এটা দিয়ে আপনি খুব সহজে আপনার প্রাসঙ্গিক নিয়োগকর্তাদের জন্য আপনার কাজের তালিকা দেখাতে পারেন অথবা আপনার সম্ভাব্য গ্রাহক এবং টার্গেট অডিয়েন্সের কাছে আপনার সর্বশেষ পণ্য ও সেবা সমূহ পৌঁছে দিতে পারেন।
ফলে এই টেমপ্লেটটি কেবল বহুমুখী নয়, একই সাথে বেশ কিছু ছোট ব্যবসায়ের জন্য উপযোগী। ভেক্টর ইনফোগ্রাফিক্স সহ এতে ২৪ পাতার প্রিমিয়াম এডোবি ইনডিজাইন ডকুমেন্টস আছে।

১৩। দি বিজনেস ব্রশিয়ার টেমপ্লেট ফাইল
অসংখ্য কালার কনট্রাস্ট এবং গুরুত্বপূর্ণ উপাদান গুলোর হাইলাইট সহ বিজনেস ব্রোশারটি হচ্ছে ক্রিয়েটিভ এবং পরিচ্ছন্ন একটি টেম্পলেটের উদাহরণ যা বহুমুখী ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে।
এতে আছে ফ্রি ফন্ট, সর্বমোট ২৪ টি পেজ, একটি ৬ কলামের গ্রিড লেআউট, টেক্সট এবং রং এর সম্পূর্ণ কাস্টমাইজেশন, লেটার এবং এ ফোর সাইজ। কোম্পানি প্রোফাইল ও ব্র্যান্ডের প্রসারের সাথে সাথে আপনার গ্রাহককে আপনার পণ্য সমূহ সম্পর্কে অভিজ্ঞ করে তুলুন।

১৪। ক্রিয়েটিভ বিজনেস ব্রশিয়ার টেমপ্লেট
১৬ পাতার এই ডকুমেন্টটি নিশ্চিত রূপেই আপনার প্রচারণার চাহিদা পূরণ করবে। 6/12 গ্রিড কলামে উপস্থাপিত এবং বিভিন্ন ফ্রী ফন্টে সাজানো এই ব্রোশার টেমপ্লেটটি আপনার সম্ভাব্য গ্রাহকদের কাছে নান্দনিকভাবে আবেদন তৈরি করবে।
যদিও এই ব্রশিয়ার ডিজাইন টি সম্পূর্ণরূপে সম্পাদনা যোগ্য, তাই আপনি নিশ্চিত রূপে আপনার ছোট ব্যবসার ব্র্যান্ডটি যেভাবে খুশি সেভাবে আপনার লিডস এবং কাস্টমারদের কাছে তুলে ধরতে পারবেন। অসংখ্য খালি জায়গা এবং অক্ষরের মাঝে ফাঁকা স্থান এর কারণে আপনার মার্কেটিং বার্তা সুস্পষ্ট ও পরিচ্ছন্নভাবে দেখা যাবে!

১৫। ক্রিয়েটিভ পোর্টফলিও ব্রশিয়ার - INDD
এই লেয়ার ডকুমেন্টটি আপনার ব্যবসাকে উজ্জ্বল করার সুযোগ এনে দিবে। এর ১৬ টি পৃষ্ঠা সম্পূর্ণরূপে কাস্টমাইজযোগ্য, তাই আপনার প্রিন্ট মার্কেটিং ক্যাম্পেইনে আপনার ১০০% পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।
আপনার সম্ভাব্য ক্রেতাদের কাছে এই ব্রশিয়ারটি দেখান, এমনকি সরাসরি ইমেইল ক্যাম্পেইনের কৌশল হিসেবেও এটি ব্যবহার করতে পারেন যাতে আপনার ছোট ব্যবসায়ের ব্র্যান্ড এর ব্যাপারে সচেতনতা তৈরি হয়। যেভাবেই ব্যবহার করেন না কেন, এটা আপনার ব্র্যান্ড এর ক্ষেত্রে একটি ইতিবাচক ধারণা তৈরি করবে।

১৬। বি কোম্পানি প্রোফাইল - ক্রিয়েটিভ ব্রোশিওর
এটা একটি চমৎকার এবং সংক্ষিপ্ত ব্রশিয়ার টেমপ্লেট, এই কোম্পানি প্রোফাইল দিয়ে আপনার গ্রাহকদের কাছে সবচেয়ে কার্যকর উপায় আপনার ব্র্যান্ডের বর্ণনা দিতে পারবেন। স্তরে স্তরে সাজানো এবং সহজে পাঠযোগ্য লেআউটের কারণে এটা খুব সহজেই আপনার সম্ভাব্য ক্রেতা ও ক্লায়েন্টের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে।
আপনার নির্দিষ্ট গ্রাহকদেরকে প্রিন্ট বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করুন এবং অভাবনীয় ফলাফল পান! এতে আছে ২৪ টি পেজ, 6/12 কনটেন্ট কলাম গ্রিড, এবং দুটি সাইজ এ ফোর এবং লেটার।

১৭। দি ট্রাইফোল্ড মর্ডার্ন ব্রশিয়ার টেমপ্লেট
আধুনিক পরিশীলিত এবং আকর্ষণীয় ডিজাইনের এই ট্রাইফোল্ড ব্রোশারটি ক্লাসিক লেআউট এর উপর নির্ভরশীল এবং এতে হালের মসৃন ডিজাইনের সংমিশ্রণে আপনার প্রিন্ট বিজ্ঞাপন এর জন্য একটি অসাধারণ টেমপ্লেট তৈরি করতে পারবেন।
এর বহুমুখী ডিজাইন এর কারনে এই টেমপ্লেটটি যেকোনো শিল্পের যেকোনো ছোট ব্যবসায়ের জন্য উপযোগী। এর সম্পূর্ণরূপে সম্পাদনা যোগ্য স্কিমের কারণে আপনার মার্কেটিং মেসেজটি আপনি ঠিক যেভাবে আপনার ক্লায়েন্টের কাছে পাঠাতে চান সেভাবেই কাস্টমাইজ করতে পারবেন। এতে ফ্রী ফন্ট এবং এ ফোর সাইজ আছে।

১৮। গো ক্রিয়েটিভ ইন ডিজাইন ট্রাইফোল্ড ব্রশিয়ার
ক্লাসিক স্টাইলের ব্রোশার ডিজাইন দিয়ে তৈরি এই ট্রাইফোল্ড লেআউটটি খুব সহজেই আপনার পাঠকদের হাতে তুলে দিতে পারবেন। এই ব্রশিয়ার দিয়ে আপনি সুবিধাজনকভাবে আপনার ছোট ব্যবসা প্রচার করতে এবং আপনার মার্কেটিং মেসেজ নিয়ন্ত্রণ করতে পারবেন।
এর ভিন্ন রকম লাল রংয়ের সাথে অন্য রং এর বৈচিত্র ব্রশিয়ার এর ক্ষেত্রে একটি নিরপেক্ষ ভাব তৈরি করে, যাতে আপনার মেসেজটি উজ্জ্বলভাবে আপনার টার্গেট অডিয়েন্স এর কাছে উপস্থাপিত হয়! এতে আছে সহজে সম্পাদনযোগ্য পেজসমূহ, সাজানো লেয়ার সমূহ এবং প্রিন্ট রেডি ডিজাইন।

১৯। মাল্টিপারপাস INDD কর্পোরেট ব্রশিয়ার
আপনার ছোট ব্যবসাটি যে কোন শিল্পেরই হোক না কেন, আপনার মার্কেটিং বার্তা টার্গেটেড গ্রাহকদের কাছে পৌঁছে দিতে এই ব্রশিয়ার টেমপ্লেটটি আপনি কার্যকরভাবে ব্যবহার করতে পারবেন। এই ধরনের ইনডিজাইন ব্রশিয়ার টেম্পলেটগুলো সম্পূর্ণরূপে কাস্টমাইজযোগ্য তাই আপনার প্রমোশনাল অ্যাডভার্টাইজিংয়ের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।
আপনার গ্রাহককে আপনার নতুন পণ্য, সেবা এবং আপনার ছোট ব্যবসায়ের দর্শন সম্পর্কে অবহিত করুন। এতে আছে চারটি ফ্রী ফন্ট এবং তাৎক্ষণিক ব্যবহারের জন্য প্রিন্টারের উপযোগী।

২০। ক্রিয়েটিভ এজেন্সি - ইনডিজাইন ব্রোশিয়ার টেমপ্লেট
এই এজেন্সি ব্রোশার টেমপ্লেটটি যেকোনো এজেন্সির জন্য পারফেক্ট, যারা নতুন লিডস এবং গ্রাহক পেতে আগ্রহী। এটার পেজে আপনি আপনার পোর্টফলিও, পণ্য, সেবা এবং আপনার নিজস্ব দর্শন তুলে ধরতে পারেন।
এতে থাকা ২০টি পেইজ ইনডিজাইনে সম্পূর্ণরূপে কাস্টমাইজ করার উপযোগী, যার ফলে আপনার মার্কেটিং বার্তা যেভাবে খুশি সেভাবে সাজিয়ে নিতে পারবেন। প্রিন্ট-রেডি এই ব্রোশার টেমপ্লেট ডিজাইন যে কোনও শিল্পের জন্য উপযোগী।

শক্তিশালী মার্কেটিং ফলাফলের জন্য কিভাবে আপনার ব্রশিয়ার ডিজাইন করবেন
এনভেটো মার্কেটের ইনডিজাইন ব্রশিয়ার টেমপ্লেট সমূহ ছোট ব্যবসায়ীদের যে কোন শিল্পের মার্কেটিং এ সফলতা অর্জনের জন্য সঠিক টুলটি অফার করে থাকে।
এমন কি আজকালকার ডিজিটাল মার্কেটিং এর যুগে, ব্রশিয়ার এর মত প্রিন্ট বিজ্ঞাপনসমূহ ধারাবাহিক ভাবে কার্যকর। আপনার গ্রাহকদের হাতে সুস্পষ্ট ও সারগর্ভ এমন কিছু প্রদান করুন যাতে তারা খুব সহজেই আপনার ছোট ব্যবসার সাথে যে কোন সময় যোগাযোগ স্থাপন করতে পারে।
কিন্তু হাই কোয়ালিটি টেমপ্লেট ব্যবহার করলেও আপনার মার্কেটিং বার্তাটি সাজানোর জন্য আপনাকে ডিজাইনে অভিজ্ঞ কারো সাথে কাজ করে আপনার মার্কেটিং বার্তাটি সঠিকভাবে তুলে ধরতে হবে। এখানে বেশ কিছু বিষয় তুলে ধরা হলো:
১। একটি মূল সেলস কপি লিখুন
ব্রশিয়ার ডিজাইন এর ক্ষেত্রে একটি কথা প্রচলিত আছে যে, কপিটি পুনরায় সাজানো সাফল্যের জন্য অপরিহার্য। এর দ্বারা আসলে কি বোঝায়? এর মানে হচ্ছে ফন্টগুলো পাঠ যোগ্য কিনা তা নিশ্চিত করা, দুই অক্ষরের মাঝে পর্যাপ্ত ফাঁকা জায়গা আছে কিনা তা দেখা, এবং কপিটি ছোট ছোট প্যারাগ্রাফে বিভক্ত করে লেখা হয়েছে কিনা, ও আপনার বাক্যগুলো আপনার ব্রান্ডের উপকারিতা ও মান সুস্পষ্টভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে কিনা তা নিশ্চিত করা।
২। সম্ভাব্য গ্রাহকদের কথা মাথায় রেখে ডিজাইন করুন
আপনার ব্রশিয়ারটি আপনার ব্র্যান্ডের জন্য তৈরি না করে আপনার লিডস এবং সম্ভাব্য ক্রেতাদের কথা মাথায় রেখে তৈরি করুন। সম্ভাব্য ক্রেতাদের সমস্যার সমাধানের উপায় হিসেবে আপনার ছোট ব্যবসাটিকে উপস্থাপন করুন। এর ফলে তারা খুব সহজেই আপনার দেখানো সমাধানটি বেছে নিবে। এবং আপনি ব্যবসায়িক সাফল্য পাবেন।
৩। হাই কোয়ালিটি গ্রাফিক্স এর মাধ্যমে উপস্থাপন করুন
আপনার পাঠকদেরকে অভিভূত করুন। হাই কোয়ালিটি প্রফেশনাল ইমেজ সমূহ আপনার ব্রশিয়ারে ব্যবহার করুন, এবং নিশ্চিত করুন যাতে আপনার ব্র্যান্ডের পজিশন এর সাথে আপনার ব্রশিয়ার এর চেহারা মানানসই হয়। যেমন:
- যদি আপনার একটি নতুন টেকনোলজি সম্পর্কিত কোম্পানি থাকে, তাহলে আপনি হয়তো বা একটি মডার্ন ও পরিচ্ছন্ন লেআউট পেতে চাইবেন যেমন এই ভাইব্রেন্ট মাল্টিপারপাস ইন ডিজাইন ব্রশিয়ার টেমপ্লেটটি।
- অপরদিকে যদি আপনার ব্যবসাটি একটি প্রতিষ্ঠিত ফিন্যান্সিয়াল ব্যবসা হয়ে থাকে, তাহলে আপনি হয়তোবা আরো রক্ষণশীল ও পরিশীলিত লেআউট চাইবেন, ঠিক যেমন এই পরিচ্ছন্ন, সৃজনশীল ভাবে পরিশীলিত কোম্পানি প্রোফাইল ইনডিজাইন ব্রোশিয়ার টেম্পলেটটি।
টেমপ্লেট থেকে অথবা ইনডিজাইনে স্ক্র্যাচ থেকে কিভাবে একটি ক্রিয়েটিভ বিজনেস ব্রশিয়ার তৈরি করতে হয় তার সম্পূর্ণ নির্দেশিকা সম্পর্কে এখান থেকে আরো জানুন:
আজই একটি ক্রিয়েটিভ ব্রশিয়ার টেম্পলেট বেছে নিন!
আপনার মার্কেটিং এর তালিকায় একটি ব্রশিয়ার টেমপ্লেট যুক্ত করার এখনই উপযুক্ত সময়। এমন একটি সেলস কপি তৈরি করুন যা আপনার সম্ভাব্য গ্রাহক তাদের সাথে বাড়িতে নিয়ে যেতে পারে অথবা আপনি তাদের ইনবক্সে ইমেইল এর সংযুক্তির সাথে পাঠাতে পারেন।
আপনার সেরা বিক্রিত পণ্য গুলো প্রমোট করুন এবং ওয়েব সাইটে নতুন লিড নিয়ে আসুন। এনভেটো মার্কেটে আমাদের ক্রিয়েটিভ ইনডিজাইন ব্রোশিয়ার টেমপ্লেট এর বিশাল সিলেকশন ব্রাউজ করুন এবং আপনার বিজনেস অথবা ক্লায়েন্টের জন্য সঠিক টেমপ্লেটটি আজকেই বেছে নিন।
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Design & Illustration tutorials. Never miss out on learning about the next big thing.
Update me weeklyEnvato Tuts+ tutorials are translated into other languages by our community members—you can be involved too!
Translate this post