সৃজনশীল লেআউট ডিজাইন সহ ২০টি বিজনেস ফ্লায়ার টেম্পলেট
Bengali (বাংলা) translation by Bint Salim (you can also view the original English article)
আপনি কি আপনার ছোট বা মাঝারি আকারের ব্যবসা প্রচার করার জন্য একটি প্রভাবশালী এবং কার্যকর উপায় খুঁজছেন? আপনি কি বড় ও ছোট সব ধরনের প্রচার মাধ্যম খুঁজেছেন কিন্তু ঠিক বুঝতে পারছেন না যে কোন ধরনের প্রচার মাধ্যম দিয়ে আপনি মানসম্পন্ন তথ্য এবং প্রচার দুটি বিষয়েই সমন্বয় করতে পারবেন?
ডিজিটাল মার্কেটিং এর এই যুগে, ফ্লায়ার এর মত ট্রেডিশনাল বিজ্ঞাপন কে অনেক সময় উপেক্ষা করা হয় যা এখনও অনেক কার্যকর। এটা একটি পরীক্ষিত এবং সত্যিকার ফলপ্রসু প্রচার পদ্ধতি যা আপনার ব্যবসার ক্ষেত্রে অসাধারণ সাফল্য এনে দিতে পারে।
ডাইরেক্ট মার্কেটিং অ্যাসোসিয়েশনের মতে, প্রায় ৭৯% মানুষ লিফলেট বা ফ্লায়ার গ্রহন করেন, এবং প্রভাবিত অথবা কমপক্ষে ফ্লায়ার বা লিফলেটের বিষয়বস্তুগুলো দেখেন, আর এদের মধ্য থেকে প্রায় ৪৮% মানুষ ফ্লায়ারের বিজ্ঞাপনে সাড়া দিয়ে থাকেন। এন্ট্রিপ্রেনিওর নোটের মতে, এ ধরণের ফলাফল প্রদানের পাশাপাশি, বিজনেস ফ্লায়ারসমূহ হচ্ছে সবচেয়ে সাশ্রয়ী বিজ্ঞাপন পদ্ধতিগুলোর অন্যতম। কেবল তথ্যসমুহ উপস্থাপন করুন, আর ফ্লায়ারসমূহ আপনার বাকি কাজ করে দিবে!
নিজে নিজে ফ্লায়ার ডিজাইন করা বেশ কঠিন কাজ, বিশেষ করে যদি আপনার অতীতে এই ধরণের কাজ করার অভিজ্ঞতা না থাকে। এমনকি আপনি এই ধরণের কাজ করেও থাকেন, তবুও আপনার নিজস্ব ফ্লায়ার ডিজাইনের মত যথেষ্ট সময় নাও পেতে পারেন। উদ্যোক্তারা সাধারণত অনেক বেশি ব্যস্ত থাকেন।
এবং মার্কেটার ও গ্রাফিক ডিজাইনার যারা এই ধরণের ছোট ব্যবসায়ীদের সহায়তা করে থাকেন, তাদের জন্য একটি প্রফেশনাল ফ্লায়ার টেম্পলেট ক্লায়েণ্টের চাহিদা পূর্ণ করতে একটি তাৎক্ষনিক সমাধান হতে পারে যাতে আপনার ক্লায়েন্ট তাদের নির্দিষ্ট গ্রাহকের কাছে অতিসহজেই পৌঁছুতে পারেন। আপনার প্রজেক্টটি যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা দিতে হয়, অথবা সাশ্রয়ী বাজেটের ভিতর রাখতে হয়, তাহলে একটি প্রি-ডিজাইন, প্রফেশনাল ফ্লায়ার টেম্পলেট হতে পারে দারুন সমাধান।
আপনার চাহিদা পূর্ণ করতে আমরা আপনার পাশে আছি। গ্রাফিকরিভারে, আমাদের বিজনেস ফ্লায়ার টেম্পলেট ক্যাটাগরি থেকে, আপনি হাজারেরও বেশি সৃজনশীল লেআউট পাবেন যেগুলো আধুনিক, সহজেই সম্পাদনাযোগ্য, সংক্ষিপ্ত ডিজাইনের এবং বেশ সাশ্রয়ী দামের।



এই ফ্লায়ার টেম্পলেটগুলো থেকে যেকোনো একটি বেছে নিন। আপনার পছন্দমত ক্রিয়েটিভ লেআউট ডিজাইন বেছে নিন, আপনার তথ্যসমূহ দ্রুত কাস্টমাইজ করুন, আপনার ব্র্যাণ্ডিং ঠিক করুন, তারপর এগুলো প্রিন্ট করতে প্রস্তুত করুন। এবার আপনি এগুলো সম্ভাব্য গ্রাহকের কাছে বিতরন করে নতুন গ্রাহক যোগাড় করতে পারেন।
ক্রিয়েটিভ বিজনেস ফ্লায়ার টেমপ্লেট
এখানে সৃজনশীল ডিজাইন স্টাইলের এমন ২০ টি সেরা বিজনেস ফ্লায়ার টেম্পলেট দেয়া হলো যেগুলোতে ক্রিয়েটিভ ডিজাইন স্টাইল ও বেশ কয়েক ধরণের লেআউট থেকে আপনি আপনার পছন্দমত বেছে নিতে পারবেন:
১। ম্যাটেরিয়াল স্টাইল বিজনেস ফ্লায়ার ডিজাইন
এখন আপনার সামনে একটি সর্বাধুনিক এবং সেরা প্রচলিত ডিজাইন আপনার বিজনেস ফ্লায়ার টেম্পলেটের জন্য বেছে নেয়ার সুযোগ আছে। এই সৃজনশীল ফ্লায়ারে গুগলের ম্যাটেরিয়াল ডিজাইনের মত লেআউট এবং প্রেজেন্টেশন ব্যবহার করা হয়েছে যা এজেন্সি, ওয়েব ডিজাইনার এবং অন্যান্য সৃজনশীল ব্যবসায়ীদের জন্য নিখুঁত যারা তাদের ডিজাইন গ্রাহক এবং ব্যবসায়ীদের কাছে বিক্রয় করতে চান।
এতে চাক্ষুষ তথ্যের উপর নির্ভর করে কার্ড-ভিত্তিক সাজানোর ফিচার রয়েছে, যাতে আপনার পাঠকরা আপনার ছোট ব্যবসা থেকে তাদের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো দ্রুত বাছাই করতে পারে। দুটি PSD ফাইল এবং একটি txt (সহায়তা ফাইল) দিয়ে, আপনি সহজেই আপনার ব্র্যান্ড অনুযায়ী এটাকে কাস্টমাইজ করতে পারবেন।



২। কোম্পানি ফ্লায়ার ডিজাইন টেমপ্লেট
একটি সহজ সরল আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে এই বুদ্ধিমান পরিকল্পিত ডিজাইন ফ্লায়ার এর মাধ্যমে আপনার লিডস এবং সম্ভাব্য ক্রেতাদের কাছে আপনার ব্যবসা সম্পর্কে সবকিছু খুলে বলুন। এতে আছে ভিন্ন ভিন্ন রংয়ের তিনটি টেমপ্লেট যা দিয়ে আপনার কোম্পানির মান এবং সেবা সম্পর্কে সুস্পষ্ট কলাম এবং সহজে পাঠযোগ্য বুলেট পয়েন্ট এর মাধ্যমে জানানো সম্ভব।
এই ফ্লায়ার গুলি আপনি আপনার লোকাল ব্যবসা প্রতিষ্ঠান সামনেথেকে বিতরণ করতে পারেন অথবা সরাসরি মেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। ভেক্টর ইপিএস এবং ইলাস্ট্রেটর ফাইল সহ এই ফ্লায়ার টি এ ফোর সাইজ পাওয়া যাচ্ছে।



৩। মোবাইল অ্যাপ প্রোমোশন ফ্লায়ার টেমপ্লেট
বহুমুখী এবং সম্পূর্ণরূপে কাস্টমাইজযোগ্য, এই প্রচারমূলক ফ্লায়ার টেমপ্লেটটি কেবল অ্যাপ প্রচারের জন্যই নয়, যে কোনও ওয়েব বা ডিজিটাল এজেন্সির জন্য ব্যবহার করা যেতে পারে। গাঢ় রঙ এবং দিকনির্দেশনাপূর্ণ সংকেতগুলিসহ, আপনি আপনার অ্যাপ্লিকেশন বা আপনার সংস্থার পরিষেবাদি সম্পর্কে লিড এবং গ্রাহকদের খুব সহজেই বলতে পারবেন! সবগুলো লেখাই ছোট ছোট পাঠযোগ্য তথ্যের আকারে উপস্থাপন করা হয়েছে তাই আপনার পাঠকরা খুব সহজেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখতে পাবে। এটা আপনি লেটার সাইজে পাবেন এবং ফটোশপ পি এস ডি ফাইল আকারে সম্পূর্ণ রূপে সম্পাদনা যোগ্য।



৪। কর্পোরেট/মার্কেটিং ফ্লায়ার ডিজাইন সেট
এই পরিচ্ছন্ন এবং সংক্ষিপ্ত বিজনেস লায়ার টি অসংখ্য ফাঁকা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে তাই আপনি খুব সহজেই আপনার ছোট ব্যবসার বার্তাগুলো কোনো ধরনের বাধা ছাড়াই উপস্থাপন করতে সক্ষম হবেন। ফটোশপ এবং ইলাস্ট্রেটর উভয় ক্ষেত্রে সম্পূর্ণ সম্পাদনযোগ্য, এই বিজনেস ফ্লায়ার টি আপনার অনন্য বিক্রির প্রস্তাবনাকে গ্রাহকদের সাথে অনুরূপভাবে প্রকাশ করার একটি কার্যকর সমাধান। সরাসরি মেইল ক্যাম্পেইন এবং সরাসরি প্রচারণার ক্ষেত্রে এটা একটি আদর্শ পছন্দ যেমন নিকটস্থ ব্যবসা প্রতিষ্ঠানের রিসেপশনিস্ট অথবা অফিস ম্যানেজারের কাছে তা দিয়ে আসা।



৫। বিজনেস কর্পোরেট ফ্লায়ার ডিজাইন
বিজ্ঞাপন প্রচারণার জন্য বহুমুখী এই ফ্লায়ার টি সহজে পাঠযোগ্য একটি ডিজাইন দিয়ে তৈরি যা আপনার ব্যবসায় আগ্রহীদের কাছে আপনার ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে তুলে ধরতে সক্ষম। এর সাহায্যে পাঠযোগ্য ফরমেটিং আপনাকে কার্যকর ও জনপ্রিয় বিজ্ঞাপন তৈরি করতে সাহায্য করবে।
এই সৃজনশীল ফ্ল্যাটটি আপনার পছন্দ মত কাস্টমাইজ করে নিন; ইচ্ছামত লোগো ইমেজ এবং আইকনের পজিশন ঠিক করে আপনার ব্যবসায়িক বার্তা সাজান। এটা সম্পূর্ণ প্রিন্ট রেডি এবং পিএসডি ও ইপিএস ফাইলসমূহ সাপোর্ট করে।



৬। প্রডাক্ট ডাটা শীট ফ্লায়ার উইথ প্রাইসিং টেবিল
আপনার লিডস, কাস্টমার এমনকি সহযোগীদের জন্য পরিসংখ্যান এবং নির্দিষ্ট অংকসমূহ তুলে ধরা বেশ কঠিন মনে হতে পারে, কিন্তু এই প্রোডাক্ট ডাটা শিট ফ্লায়ারটি এই কাজটি দক্ষতার সাথে করতে পারে, এজন্য এর কাজের প্রাইসিং টেবিলটিকে ধন্যবাদ। এটা যে কোন ছোট ব্যবসায়ের মিটিং এর জন্য একটি দরকারি রিসোর্স হতে পারে, যেখানে কঠিন তথ্যসমূহ সহজে বোধগম্য উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা প্রয়োজন। স্ট্যান্ডার্ড ইউ এস লেটার সাইজ এ থাকা এই ফ্লায়ারটি প্রিন্ট রেডি এবং সম্পাদনা ও কাস্টমাইজ করা খুবই সহজ এতে তিনটি পিএসডি ফাইল এবং একটি সহায়ক টেক্সট ফাইল আছে।



৭। ক্রিয়েটিভ ওয়েব ডিজাইন এজেন্সি ফ্লায়ার
আপনার বিজনেস ফ্লায়ার টি যদি স্পষ্ট হয় তবে আপনার সম্ভাব্য গ্রাহক ও কাস্টমাররা খুশি মনে অনেক সময় নিয়ে তা দেখবে। এই ক্রিয়েটিভ এজেন্সি ফ্লায়ারটি আপনার বিপণন বার্তাকে ছোট ছোট ছোট ছোট ভাগে বিভক্ত করার মাধ্যমে ও সহজে পাঠযোগ্য টেক্সটের মাধ্যমে, কলামে সাজানোর মাধ্যমে আপনার গ্রাহকের পড়ার চাহিদা পূরণ করবে। এতে দীর্ঘ সময় ধরে বিষয়বস্তুগুলো তাদের মনে থাকবে। এই ফ্লায়ার টি এ ফোর এবং লেটার সাইজ দুটো ফরমেটেই আছে যা সম্পূর্ণরূপে সম্পাদনা যোগ্য এবং সহজে আপনার বিষয়বস্তু কাস্টমাইজ করার জন্য পি এস ডি ফরমেটও সাপোর্ট করে।



৮। ফোর ডিজাইন কর্পোরেট বিজনেস ফ্লায়ার
আপনি কি আপনার ব্যবসা প্রচার করার জন্য একটি বহুমুখী এবং পরিবর্তনযোগ্য উপায় খুঁজছেন? এই ফর ডিজাইন ফ্লায়ারে আপনি কনটেন্ট ব্লক এর মাধ্যমে আপনার কোম্পানীর তথ্যসমূূহ কাস্টমাইজ করে পাঠকের সামনে তাদের পছন্দমত তুলে ধরতে পারেন। এ গ্রিড সিস্টেমের সুযোগ নিয়ে আপনি সবচেয়ে ছোট ব্যবসার পিছনের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, তথ্য ও অংকসমূহ তুলে ধরতে পারেন। এতে ইনডিজাইন সিএস 5.5 এবং আইডিএমএল সিএস 4 ফরম্যাট রয়েছে এবং এটি আপনার সুবিধার জন্য প্রিন্ট-রেডি।



৯। মাল্টিপারপাস বিজনেস ইভেন্ট ফ্লায়ার
এই কাস্টমাইজ যোগ্য বিজনেস ফ্লায়ার টি ফটোশপ ফাইল ফরমেট এবং তিন ধরনের প্রিন্ট সাইজ আছে: a3 এ ফোর এবং ইউ এস লেটার। সবগুলো টেমপ্লেটটি সম্পূর্ণ সম্পাদনা যোগ্য এবং এতে তিন ধরনের কালার স্কিম আছে যাতে আপনি বিপরীত রং ও বৈচিত্র ব্যবহার করে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। এই ফ্ল্যাটটি অসংখ্য উদ্দেশ্যে ব্যবহার করা যায়: কনফারেন্স এর প্রচারণা, আসন্ন ইভেন্টের জন্য সচেতনতা বৃদ্ধি, এবং বক্তৃতা ও কর্মশালার প্রতি আগ্রহ তৈরি করতে এটা ব্যবহার করতে পারেন।



১০। কনফারেন্স/ইভেন্ট ফ্লায়ার টেমপ্লেট
দুই স্তর যুক্ত এবং প্রিন্ট রেডি পি এস ডি এর সমন্বয়ে তৈরি এই কনফারেন্স এবং ইভেন্ট ফ্লায়ার টি আপনার ব্যবসার আসন্ন আকর্ষণীয় দিক তুলে ধরার জন্য অতুলনীয়। আপনার আসন্ন ইভেন্ট এর ব্যাপারে জানাতে এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। এতে আছে কাস্টম সেইপ সমুহ যা ফটোশপ সিএস এ সম্পূর্ণ কাস্টমাইজ যোগ্য এবং আধুনিক সংক্ষিপ্ত ডিজাইনের মাধ্যমে আপনার বার্তা কোন ধরনের গোলমাল অথবা বিভ্রান্তি ছাড়াই প্রচার করতে সক্ষম। অসংখ্য শূন্যস্থান এবং প্যাডিং এর সমন্বয়ে তৈরি এই ফ্লায়ার টি আপনার মূল বার্তা পরিচ্ছন্নভাবে তুলে ধরবে।



১১। মাল্টিপারপাস বিজনেস ফ্লায়ার প্যাক
সম্পূর্ণ পরিবর্তনযোগ্য ও সম্পাদনা যোগ্য এই বিজনেস ফ্লায়ারটি দিয়ে আপনার কোম্পানীর প্রচারণা নিয়ন্ত্রণ করুন। এতে এমন একটি পরিচ্ছন্ন ডিজাইন আছে যা খুব সহজেই পড়া ও বোঝা সম্ভব। এই টেমপ্লেটটি আপনার পণ্যের গুনাগুন পরিচ্ছন্ন ও ছোট ছোট আকারে সলিড রং এর ব্যাকগ্রাউন্ডে প্রদর্শন করবে যা দিয়ে আপনি আরো বেশি গ্রাহককে আকৃষ্ট করতে পারবেন। সম্পূর্ণ সম্পাদনযোগ্য উনত্রিশটি ভেক্টর এ আই পি এস ফাইল এবং 29 লেয়ার পি এস ডি ফাইল দিয়ে আজই প্রচারণা শুরু করুন।



১২। কর্পোরেট বিজনেস ফ্লায়ার/এডস
এই কর্পোরেট বিজনেস ফ্লায়ার টি এমন একটি ফ্লায়ার যা পিএসডি এবং ইপিএস ফরম্যাট দুটোই সাপোর্ট করে এবং এমন ছোট ব্যবসায়ের উপযোগী যারা একটি আধুনিক, সুগঠিত ইমেজ সহ ফ্লায়ার ডিজাইন তৈরি করতে চায়। ইমেজ এবং লিখিত কনটেন্ট এর জন্য সমপরিমাণ জায়গা সহ এটি ভিজুয়াল তথ্য এবং আপনার কোম্পানি সম্পর্কে টু দি পয়েন্ট তথ্যসমূহ তুলে ধরতে সক্ষম।
এই ফ্লার্ট ইমেইলে বিতরণ করুন অথবা গাড়ির উইন্ডশীল্ড ওয়াইপারে গুঁজে দিন। এটা সম্পূর্ণ প্রিন্ট রেডি যা এ ফোর পেপার সাইজ এ আছে ফলে বিতরণ করা বেশ সহজ হবে।



১৩। প্রমোশনাল বিজনেস ফ্লায়ার টেমপ্লেট ডিজাইন
এই প্রমোশনাল ফ্লায়ার টেমপ্লেটটি তিনটি ইউনিক ডিজাইন আছে যা পণ্য প্রদর্শন এবং পোশাক বিপণনের জন্য আদর্শ। এর ভিজুয়াল ব্যবহার করে আপনার দোকানের ফ্যাশন সামগ্রীর স্টাইল প্রদর্শন করুন অথবা আপনার ব্র্যান্ডের জুয়েলারির চাকচিক্য ফুটিয়ে তুলুন। এতে ইমেজ প্রদর্শনের জন্য প্রচুর জায়গা পাবেন। এই ফ্লায়ারের লেয়ারগুলো সম্পূর্ণ সম্পাদনা যোগ্য, তাই আপনি কোথায় টেক্সট, ইমেজ এবং রং ব্যবহার করবেন তা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন। এতে ফটোশপ PSD এবং এআই ইলাস্ট্রেটর গ্রাফিক ফাইল রয়েছে।



১৪। ফ্লায়ার এন্ড পোস্টার – এন্ডলেস ইনফিনিটি
প্রিণ্ট-রেডি এবং এতে সর্বমোট ২৪ টি ফাইলসহ (তিন রঙের চারটি লেআউট এবং দুটি সাইজ), অনেক কিছু পাবেন। এই এন্ডলেস ইনফিনিটি বিজনেস ফ্লায়ার দিয়ে আপনি সফলভাবে প্রচারণা ও আপনার গ্রাহকের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন। বড় আকারের হেডলাইন ফন্টের কারণে আপনার পাঠকের দৃষ্টি গুরুত্বপূর্ণ বিষয় ও সাজানো বুলেট পয়েন্টের দিকে আগে নিবদ্ধ হবে। ফলে এগুলোর মাধ্যমে আপনি আপনার সম্ভাব্য গ্রাহক ও কাস্টমারের কাছে পরিস্কারভাবে আপনার ব্যবসার পরিচিতি তুলে ধরতে পারবেন। এই উজ্জ্বল সৃজনশীল ফ্লায়ারটি ইলাস্ট্রেটর সি এস সিক্স প্লাস ফাইল ফরমেট এবং এ ফোর লেটার এ ফোর সাইজে পাবেন।



১৫। বিজনেস এড/ফ্লায়ার ওয়ান পেজ টেমপ্লেট ডিজাইন
সাশ্রয়ী দামের এই বিজনেস এড ফ্লায়ার টি আপনি ইনডিজাইন গ্রাফিক্স ফাইলে পাবেন। এই সাদামাটা এবং টু দি পয়েন্ট ওয়ান পেজ টেমপ্লেট এর মাধ্যমে আপনার লিড এবং ক্লায়েন্টের সাথে সরাসরি ও পরিষ্কারভাবে যোগাযোগ স্থাপন করুন।
এটি বিজ্ঞাপন এবং আপনার ছোট ব্যবসায়ের সেমিনার, কর্মশালার, বক্তৃতা, সম্মেলন এবং ইভেন্টগুলিতে মনোযোগ আকর্ষণ করার জন্য আদর্শ। এতে আছে একটি বিপরীত রঙের ডিজাইন যা আপনার গুরুত্বপূর্ণ তথ্যসমুহ তুলে ধরবে, এবং আপনি এটা সরসরি মেইল ক্যাম্পেইন থেকে শুরু করে লিফলেট আকারেও ব্যবহার করতে পারবেন।



১৬। টু-ডিজাইন ক্রিয়েটিভ কর্পোরেট ফ্লায়ার
ওয়েব ডিজাইন ফার্ম এবং অন্যান্য ক্রিয়েটিভ বিজনেসের জন্য আদর্শ এই টু-ডিজাইন কর্পোরেট ফ্লায়ারটি খুব সাধারণ কিন্তু সৃজনশীল। একটি পরিচ্ছন্ন, সাজানো লেআউট এবং রঙের স্কিমের কারণে বেশ পাঠযোগ্য এই ফ্লায়ারটি আপনার ব্যবসায়িক পন্যের গুণাগুণ এবং মূল্যবান সেবাসমূহ বুলেট পয়েন্ট ফ্যাশনে তুলে ধরতে সক্ষম। সাদা অথবা কালো ব্যাকগ্রাউণ্ডের মধ্যে আপনার টেক্সট তুলে ধরুন! এতে ফটোশপ পিএসডি সাপোর্ট এবং প্রিন্ট-রেডি ফরমেট পাবেন।



১৭। ক্রিয়েটিভ ফ্লায়ার ডিজাইন
চারটি রং পরিবর্তন করার এবং সম্পূর্ণ কাস্টমাইজ করার সুবিধাসহ, এই ক্রিয়েটিভ ফ্লায়ার টি একটি সুবিধাজনক টুল যা দিয়ে আপনার গ্রাহকদেরকে আপনার ব্যবসা এবং সেবা সম্পর্কে সহজেই অবহিত করা যাবে। এতে আছে অসংখ্য প্রাকৃতিক রং যেমন সাদা ও কালো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার পণ্য এবং সেবার বিবরণ পেইজে স্পষ্ট করে তুলতে পারবেন। এতে আছে 300dpi রেজুলেশন এবং ফটোশপ পিএসডি ফাইল যা আপনার শহরে ছড়িয়ে দেওয়ার জন্য অথবা মেইলে বিতরণ করার জন্য একটি দরকারি প্রচারণা তৈরি করতে সক্ষম।



১৮। মোমেন্টস্টুডিও কর্পোরেট বিজনেস ফ্লায়ার
মমেন্ট স্টুডিওর এই বিজনেস ফ্লায়ারটি দিয়ে আপনি আপনার লিড এবং আগ্রহী ক্রেতাদের মনোযোগ এখনই আকর্ষণ করুন। এর কার্ড বেইজ ডিজাইনটি বহুমুখী এবং পরিবর্তনযোগ্য, কনটেন্ট ব্লকগুলো আপনার ইচ্ছামত যেকোনো সমান্তরালে আপনি সরাতে পারবেন কারণ এটা সম্পূর্ণ সম্পাদনাযোগ্য এবং কাস্টমাইজযোগ্য।
দুটি লেআউট বৈচিত্র এবং অসংখ্য বিপরীত রঙের সমন্বয়ে ডিজাইন এজেন্সি এবং মার্কেটিং কনসালট্যান্টরা খুব সহজেই তাদের সেবার তালিকা উপস্থাপন করতে পারবে। এই ফ্লায়ারটি ফটোশপ পি এস ডি ভেক্টর ইপিএস এবং এ আই ইলাস্ট্রেটর গ্রাফিক্স ফাইলে পাবেন।



১৯। সিম্পলি ফ্লায়ার টেম্পলেট ডিজাইন
বিজ্ঞাপন এবং ওয়েব এজেন্সি সমূহ এই সিম্পল বিজনেস ফ্লায়ার দিয়ে অসংখ্য মাইলফলক পূর্ণ করতে পারবেন। এতে আপনার বিজনেস লোগো এবং হেডার ইমেজ এর জন্য যথেষ্ট পরিমাণ জায়গাসহ একটি আকর্ষণীয় সংক্ষিপ্ত ডিজাইন আছে, যা আপনার সম্ভাব্য গ্রাহকের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে।
এটার পাঠযোগ্য পরিচ্ছন্ন ফন্ট সমূহ গুরুত্বপূর্ণ বিজনেস ক্যাটাগরিসমূহ হাইলাইট করে যখন রং এর বৈচিত্র আপনার পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে। এই ফ্লায়ারে আছে ফটোশপ পিএসডি ফাইল, দুটি ডিজাইন বৈচিত্র এবং একটি প্রিন্ট রেডি ফরমেট।



২০। পেপ্পি কর্পোরেট ফ্লায়ার টেম্পলেট
পে পিস বিজনেস ফ্লায়ার মানুষের মুখের উপর নির্ভর করে আপনার ব্যবসাকে গ্রাহকের কাছে পরিচিত করে তুলবে। এর সুন্দরভাবে সাজানো লেয়ার আপনার পণ্য, সেবার গুণাগুণ বজায় রেখে প্রকাশ করবে। অন্যদিকে বড় ফন্টের কারনে আপনার কনটেন্ট সমূহ খুব সহজেই পড়া যাবে। একক উদ্যোক্তাদের জন্য এটি একটি গ্রেট টেমপ্লেট যারা তাদের ব্যক্তিত্ব নতুন সেল প্রস্তাবনার জন্য ব্যবহার করে থাকে। এতে সম্পাদনযোগ্য ফন্ট, রং, টেক্সট, এবং ইমেজ আছে।



কিভাবে আপনার বিজনেস ফ্লায়ার থেকে সেরা ফলাফল পাবেন
আপনার নিজস্ব ফ্লায়ার বা ব্রোশার ডিজাইন করা এক জিনিস। কিন্তু আপনি নিজে নিজে ডিজাইন অথবা ফ্লায়ার টেম্পলেট ক্রয় যাই করেন না কেন, এখন আপনাকে এমন একটি আকর্ষণীয় ও টু দি পয়েন্ট ফ্লায়ার তৈরি করতে হবে যা চলনসই এবং আপনার ব্যবসায়ের জন্য কার্যকরভাবে বিপনন করতে সক্ষম হবে। এটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এই লক্ষ্য পূর্ণ করতে এখানে বেশ কিছু দরকারী ও কার্যকর টিপস দেয়া হলো।
১। প্রচেষ্টা চালিয়ে যেতে হবে
আপনার ফ্লায়ার বিতরনে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, তাই এই ধরনের প্রচেষ্টার জন্য তৈরি হোন। আপনার ফ্লায়ার সমূহ গাড়ির উইন্ডশীল্ড ওয়াইপারে গুঁজে দেয়া, আপনার আশেপাশের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সামনের দরজায় বিতরণ করা, অথবা সম্ভাব্য গ্রাহকদের কাছে সরাসরি মেইল করা যাই করুন না কেন, আপনার ফ্লায়ার ক্যাম্পেইনটি সফল করার জন্য আপনাকে বেশ পরিশ্রম করতে হবে।
২। হাই কোয়ালিটির পেপারে আপনার ফ্লায়ার সমূহ প্রিন্ট করুন
ডিজাইন যতই আকর্ষণীয় হোক না কেন তা শক্তিশালী ও কার্যকর প্রভাব তৈরি করতে পারবে না, যদি সস্তা পেপারে ছাপানো হয়। মনে রাখবেন ফ্লায়ার একটি স্পর্শযোগ্য ও অনুভব যোগ্য অভিজ্ঞতা তৈরি করে! তাই হাই কোয়ালিটির কাগজে বিনিয়োগ করুন: এবং মডার্ন ডিজাইনের জন্য ম্যাট ফিনিশ দিয়ে মসৃণ করে তুলুন ও টেক্সচার ফিনিশ দিয়ে কিছুটা চকচকে করে তুলুন যাতে অভিজাত মনে হয়।
৩। কোথায় আপনার ফ্লায়ার গুলো ছড়িয়ে দিবেন তা নিয়ে গবেষণা করুন
ফ্লায়ার মার্কেটিংয়ের ক্ষেত্রে কার্যকর উপায় হচ্ছে, এমন কিছু সঠিক ডেমোগ্রাফিক টার্গেট খুঁজে বের করা যারা সচরাচর আপনার ফ্লায়ার দেখবে এবং পড়বে। যেমন আপনার টার্গেট অডিয়েন্স যদি ছাত্ররা হয় তাহলে লাইব্রেরীতে বিতরণ করা বেশ স্মার্ট সিদ্ধান্ত। যদি আপনার অডিয়েন্স প্রযুক্তি প্রেমী হয়ে থাকে তাহলে এগুলো শহরের কফিশপের দোকানগুলোতে বিতরণ করতে পারেন।
আপনার নতুন ফ্লায়ার টি সুন্দর ভাবে তৈরি করুন এবং যাদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তাদের কাছে বিতরণ করুন। এছাড়াও আপনি যদি একজন মার্কেটার অথবা ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার ক্লায়েন্ট কে সঠিক কাগজ পছন্দের পাশাপাশি কিভাবে সেট আপ করলে ফ্লায়ারটি প্রফেশনাল হবে তা দেখিয়ে দিন। তারপর এই ফ্লায়ার গুলো কার্যকরভাবে বিতরণ করার জন্য একটি পরিকল্পনা তৈরি করতে সাহায্য করতে পারেন।
একটি বিজনেস ফ্লায়ার টেমপ্লেট বেছে নিন!
তাই আজ আর এই সহায়ক বিজনেস ফ্লায়ারগুলো মিস করবেন না! এগুলো আপনার বিপণনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে এবং আপনার (বা আপনার ক্লায়েন্টের) বিজ্ঞাপনের লক্ষ্য খুব দ্রুত অর্জন করতে সাহায্য করবে। আমাদের অসংখ্য কর্পোরেট বিজনেস ফ্লায়ার থেকে আজই ব্রাউজ করুন, এবং আপনার ছোট ব্যবসায়ের মার্কেটিং ক্যাম্পেইনের জন্য সঠিক ফ্লায়ারটি আজই কিনে নিন।
Unlimited Downloads.


